Indian Passport Colours: নানা রঙের ভারতীয় পাসপোর্ট, কোনটা কাদের জন্য জানা আছে?

।। প্রথম কলকাতা ।।

Indian Passport Colours : এক দেশ থেকে অন্য দেশ যেতে হলে আপনাকে সাহায্য নিতে হবে পাসপোর্টৈর। সবার আগে যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হল পাসপোর্ট। কারণ পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়ার কথা ভাবাই যায় না। আর তারপর অবশ্যই রয়েছে ভিসা। প্রত্যেকটি দেশের নিজস্ব নিজস্ব পাসপোর্ট এর ধরন রয়েছে । ভারতেরও নিজস্ব পাসপোর্ট রয়েছে । তবে একটি রঙয়ের নয় ভারতে আপনি পাসপোর্ট দেখতে পারবেন মোট চার রঙের। নীল, সাদা , কমলা আর মেরুন।

নীল পাসপোর্ট পেতে পারেন সকল ভারতীয়। কিন্তু চাইলে কমলা মেরুন কিংবা সাদা পাসপোর্ট পেতে পারেন না। আর পাসপোর্ট এর এই রঙ ভাগ করে দেওয়ার নেপথ্যে রয়েছে উদ্দেশ্য । প্রতিটি রঙের পাসপোর্টের আলাদা আলাদা অর্থ রয়েছে এদেশে। জেনে নিন কোন রঙের পাসপোর্ট কাদের ব্যবহারের জন্য রাখা হয়েছে।

১. নীল রঙয়ের পাসপোর্ট : যেকোনো সাধারণ মানুষ যদি ভারত থেকে বিদেশে ভ্রমণের জন্য যেতে চান তবে তাকে পাসপোর্ট তৈরি করতে হবে । আর তিনি পাসপোর্ট এর আবেদন করার পর তাকে দেওয়া হবে নীল রঙের পাসপোর্ট । যেখানে ওই ব্যক্তির ছবি, তাঁর জন্ম তারিখ, তাঁর জন্মস্থান , তাঁর নিজের স্বাক্ষর এবং তাঁর ঠিকানা অর্থাৎ সমস্ত তথ্য বিস্তারিতভাবে লেখা থাকবে। এই নীল রঙের পাসপোর্ট দ্বারাই ভারতের সাধারণ নাগরিকদের চিহ্নিত করা যায়।

২. সাদা রঙয়ের পাসপোর্ট : এটি ভারতের সাধারণ নাগরিকদের জন্য নয়। এটি মূলত কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের জন্য। যারা সরকারি কাজে বিদেশে যান তাদের জন্য। মূলত এই পাসপোর্ট দেওয়া হয়ে থাকে আইএএস এবং ভারতীয় পুলিশ বাহিনীর সদস্যদের। এই পাসপোর্টে বিশেষ কিছু সুবিধা পান তাঁরা। যেমন কাস্টমসে চেকিং এর সময় কম লাগে এবং সাদা পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তিকে সম্মান দেওয়া হয়।

৩. মেরুন রঙয়ের পাসপোর্ট : যারা ভারতীয় হাইকমিশনের আধিকারিক তাদের কাছে থাকে মেরুন রঙের পাসপোর্ট। অর্থাৎ ভারতের প্রতিনিধিত্ব করতে যারা বিদেশে থাকেন তাঁরা এই মেরুন রঙের পাসপোর্ট পেয়ে থাকেন। এই মেরুন রঙয়ের পাসপোর্টধারীদের কোনরকম ভিসার প্রয়োজন হয় না। এদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধা রয়েছে। অন্যান্য পাসপোর্টধারীদের থেকে খুব তাড়াতাড়ি শেষ হয় এনাদের ইমিগ্রেশন প্রক্রিয়া।

৪. কমলা রঙের পাসপোর্ট : এই পাসপোর্ট একেবারেই নতুন তৈরি করা হয়েছে। অর্থাৎ ২০১৮ সাল থেকে ভারত সরকার এই কমলা রঙের পাসপোর্ট চালু করেছে। এই পাসপোর্ট দেওয়া হয় মূলত দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যাদের তাদেরকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পাসপোর্ট পেয়ে থাকেন বিদেশে কর্মরত ভারতীয় শ্রমিকরা। এই ধরনের পাসপোর্ট মূলত ইসিআর এর আওতাভুক্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version