Aero India 2023: ভারতীয় বায়ু সেনা বদলে যাচ্ছে আমূল, দুর্ধর্ষ সব অস্ত্র আসছে, শুরু হলো অ্যারো ইন্ডিয়া শো, কী ব্যাপার ?

।। প্রথম কলকাতা ।।

Aero India 2023: ভারতের বায়ু সেনার অস্ত্রাগারে যুক্ত হতে চলেছে দুর্ধর্ষ সব অস্ত্র। ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারো ইন্ডিয়া শো (Aero India Show)। এই শোয়ের পরেই আমূল বদলে যাবে ভারতীয় বায়ুসেনা। এমনটাই মনে করছেন বহু প্রতিরক্ষা বিশেষজ্ঞ। দিনের পর দিন উন্নত টেকনোলজি আর অস্ত্র সম্ভারে ভরে উঠছে ভারতের ভাঁড়ার। এবার ভারতকে টেক্কা দিতে গেলে দু’বার ভাববে শত্রু রাষ্ট্র।

১৩ই ফেব্রুয়ারি সোমবার থেকে ভারতে শুরু হলো ১৪ তম অ্যারো ইন্ডিয়ার শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটি থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। প্রায় ৩৫ হাজার বর্গমিটার এলাকায় এয়ার ফোর্স স্টেশনে এই ইভেন্ট সবচেয়ে বড় হতে চলেছে, যেখানে অংশগ্রহণ করবে প্রায় ৯৮টি দেশ। উপস্থিত থাকবেন ৩২ টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯ টি দেশের বিমান প্রধান এবং ৭৩ জন বৈশ্বিক ও ভারতীয় ওইএম এর সিও। ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী এই ইভেন্ট দেশীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন এবং বিদেশি কোম্পানি সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার উপরেও বিশেষ জোর দেবে।

প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য অনুযায়ী এবারের অ্যারো ইন্ডিয়া ২০২৩ এর থিম হল “The Runway to a Billion Opportunities”। এই ইভেন্টের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভর ভারতের জোর প্রদর্শিত হবে। দেশীয় রপ্তানির উপর জোর দিয়ে তালিকায় রাখা হয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ)-তেজস, এইচটিটি-৪০, ডর্নিয়ার লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ), লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) এবং অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এর মতো প্ল্যাটফর্মগুলি। পিএমও এক বিবৃতিতে বলেছে, ইভেন্টটি দেশীয় এমএসএমই এবং স্টার্ট-আপগুলিকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে সংহত করতে এবং সহ-উন্নয়ন আর সহ-উৎপাদনের জন্য অংশীদারিত্ব সহ বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে সহায়তা করবে। Aero India 2023 প্রদর্শনীতে প্রায় ১০০টি বিদেশী এবং ৭০০টি ভারতীয় কোম্পানি সহ ৮০০টিরও বেশি প্রতিরক্ষা সংস্থার অংশগ্রহণ দেখা যাবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভারতীয় কোম্পানিগুলির মধ্যে MSME এবং স্টার্ট-আপগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা বিশেষ প্রযুক্তির অগ্রগতি এবং দেশে মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধি প্রদর্শন করতে চলেছে।

নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য “Make in India, Make for the World” দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে দেশীয় সরঞ্জাম বা প্রদেশ প্রযুক্তি প্রদর্শনী হতে চলেছে। পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব গড়ে তোলার উপর ফোকাস করা হবে। এই অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত থাকবেন প্রায় পাঁচ লক্ষ দর্শক। এছাড়াও টেলিভিশনেও এই অনুষ্ঠান দেখার সুযোগ রয়েছে। আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমেও এই প্রদর্শনী দেখতে পারেন। এই প্রদর্শনীতে ভারত প্রকাশ্যে আনবে আইএমআরএইচ (Indian Multi Role Helicopter) এর মডেল। কপ্টার তৈরির জন্য প্রায় ৬০০ একরের বেশি জমির বরাদ্দ করা হয়েছে। এই প্রদর্শনীকে সমৃদ্ধ করবে মার্কিন বোমারু বিমান B-1B। ভারতীয় বায়ু সেনার হাতে সেভাবে কোন বোমারু বিমান নেই। পাশাপাশি যুক্ত হবে রুশ ফাইটার জেট Su-75।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version