।। প্রথম কলকাতা ।।
India America: মোদিতেই কি ড্রাগন বধের অস্ত্র খুঁজছে যুক্তরাষ্ট্র? চিনকে কোণঠাসা করতে একমাত্র ভরসা কি ভারত? আমেরিকা সফরে বাইডেনের সঙ্গে কোন কোন ইস্যু নিয়ে আলোচনা হবে মোদির? প্রায়োরিটি পাবে কোন টপিক? কি জানালো হোয়াইট হাউস? স্বার্থ হাসিল করতে আমেরিকার শয়নে স্বপনে শুধুই ভারত। মোদি বাইডেন, দুই রাষ্ট্র প্রধানের মুখোমুখি বৈঠকে চীন কি সত্যিই চাপে পড়তে চলেছে?
আমেরিকা এবং ভারতের মধ্যে বোঝাপড়া আরও জোরদার করতে আলোচনায় বসবেন মোদি বাইডেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে অবাধ এবং মুক্ত রাখার উদ্দেশ্যে কি পদক্ষেপ করা যায় সেটাই হবে আলোচনার ফার্স্ট প্রায়োরিটি। প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও হবে কথাবার্তা। এমনকি প্রযুক্তিগত অংশীদারিত্বের টপিক ও উঠে আসবে আলোচনায়। অতএব বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে মোদি বাইডেনের এই বৈঠক অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বুঝতে হবে যে কখন এই বৈঠকটা হচ্ছে। যখন কিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারত ‘নিরপেক্ষ’ ভূমিকা পালন করছে। এমনকি, আমেরিকার আপত্তি সত্ত্বেও ভারত ভ্লাদিমির পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে।
কিন্তু, এরপরেও ভারতকে কাছে পেতে মরিয়া আমেরিকা। কেন? অঙ্ক আছে, স্বার্থ আছে উদ্বেগ উস্কে দিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। ওই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার এর কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ রিস্কে পড়ে যাচ্ছে। তাই, চীনকে রুখতে যুক্তরাষ্ট্রের যত আয়োজন। ভারতই তো সম্বল। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত, সমৃদ্ধশালী ও সুরক্ষিত করতে ভারতকেই প্রয়োজন আমেরিকার। কারণ, যুক্তরাষ্ট্র সবসময়ই চাইবে নিজেদের রাস্তা পরিষ্কার করতে। আর, সেক্ষেত্রে ভারতই যুক্তরাষ্ট্রের আশার আলো। না, আর কি কি নিয়ে আলোচনা হবে, সেই বিষয়ে এখনই জানাতে চাইছে না হোয়াইট হাউস।
চলতি মাসের ২১ তারিখেই তিন দিনের সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাইডেন এবং তাঁর পত্নী জিল বাইডেন আয়োজিত নৈশভোজের আসরেও। বাইডেন প্রশাসন সূত্রের খবর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমেরিকার সংসদে দ্বিতীয় বারের জন্য বক্তব্য রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম