।। প্রথম কলকাতা ।।
Draupadi Murmu: ২০২৩-এর ২৬ জানুয়ারি দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। আর তার আগে ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অল ইন্ডিয়া রেডিও ছাড়াও দূরদর্শন এবং অনেক বেসরকারি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে তা। দ্রৌপদী মুর্মু বলেছেন, মহাকাশে পৌঁছে যাওয়ার পরও ভারত মাটিতে পা রেখেই এগিয়ে চলেছে। ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেছেন তিনি। এদিন ভাষণে আর কী বলেছেন রাষ্ট্রপতি?-
- ‘ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের আগের দিন দেশ ও বিদেশে থাকা সমস্ত ভারতীয়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, ‘ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর দিয়ে আমাদের যাত্রা অভূতপূর্ব থেকেছে। প্রত্যেক নাগরিকের ভারতবাসী হিসেবে গর্ব করার কারণ রয়েছে’।
- রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘এই দেশ দরিদ্র, অশিক্ষার মত অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছে’।
- তাঁর কথায়, ‘এই জাতি বিআর আম্বেদকরের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। তিনি সাংবিধানিক খসড়া কমিটির প্রধান ছিলেন’।
- তিনি জানিয়েছেন, ‘গান্ধীজির আদর্শের অনেককিছু করা বাকি রয়েছে এখনও’।
- তাঁর কথায়, ‘গত বছর ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। যেই সময় সারা বিশ্বের অর্থনীতি প্রভাবিত হয়েছিল করোনা মহামারীর কারণে’।
- দ্রৌপদী মুর্মুর বক্তব্য, ‘গ্রাম-শহরের মধ্যেকার বিভেদ দূর করেছে ‘ডিজিটাল ইন্ডিয়া মিশন’। এখন দূর-দূরান্ত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা পৌঁছেছে’।
- ‘মহাকাশ প্রযুক্তিতে এগিয়েছে ভারত। ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’ প্রচারে জনগণের অংশগ্রহণের দরুন প্রতিটি ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব বেড়েছে’।
- ‘প্রজাতন্ত্র দিবসের আগে জওয়ানদের বিশেষ স্যালুট জানাচ্ছি। তাঁরা সীমান্তে সুরক্ষা প্রদান করেন। তাঁদের কারণেই দেশ সুরক্ষিত হয়েছে’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম