Weather update : বাড়ছে ঠান্ডা, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া আপডেট হাওয়া অফিসের

।। প্রথম কলকাতা ।।

Weather update: ব্যাটিং শুরু শীতের। গুটি গুটি পায়ে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। আজ বেলা বাড়লেও শীতের অনুভূতি একেবারে থেকে হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে এখন হাড় কাঁপানো উচিত। ঠান্ডা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা।

আগামী পাঁচ দিনে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পারদ পতনের ছবি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। থমকে থাকা উত্তর পশ্চিমে ধেয়ে আসা বাতাসে ঠান্ডার দাপট বাড়ছে। তবে শহর কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৪ শতাংশ। সোমবার রৌদ্রজ্জ্বল দিন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি আশে পাশে থাকবে।

তবে শহর কলকাতায় জাকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে। জেলাতেও পারদপতন শুরু হয়েছে। গত তিনদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে যাওয়ায় প্রমাদ গুনছিলেন যারা তারা রবিবারের সর্বনিম্ন তাপমাত্রার ছবি দেখে আশ্বস্ত হচ্ছেন। এখনই জাকিয়ে শীত না পড়লেও আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে শীতের আমেজ আগামী দিনে আরো বাড়তে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version