Electric Vehicle Sales: ক্রমশ চাহিদা বৃদ্ধি, বিশ্ব বাজারে বিনিয়োগ বাড়ছে বৈদ্যুতিক গাড়ির

।। প্রথম কলকাতা ।।

Electric Vehicle Sales: বিশ্ব বাজারে বিনিয়োগ ক্রমশ বাড়ছে বৈদ্যুতিক গাড়ির উপর। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০৩০ সালের মধ্যে সব গাড়ি বৈদ্যুতিক করার। বাজার দ্রুত বাড়ছে বৈদ্যুতিক টু-হুইলারের। এখন মানুষ ইলেকট্রিক যানবাহন কিনতে পছন্দ করছে দামি পেট্রোলের হাত থেকে রেহাই পেতে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে , বৈদ্যুতিক টু-হুইলার বাজার দ্রুত বাড়ছে। গ্রাহকদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে ওলা ইলেকট্রিক স্কুটারগুলি। গত অক্টোবর মাসে, ২০,০০০ জন এটি কিনেছিলেন। ভারত বিশ্বের তৃতীয়বৃহৎ কার্বন নির্গমনকারী দেশ। তাই দূষণ কমাতেও ইলেকট্রিক গাড়িতে গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে। ফলে জ্বালানির দামে উর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) দিকে ঝুঁকছে। বাজার ধরতে এরই মধ্যে অনেক ইলেকট্রিক গাড়ির প্রতিষ্ঠান বড় অঙ্কের বাজি ধরেছে। তবে শুধু বিগত কয়েকদিনে নয়, ইভি-র বিক্রি ব্যাপকহারে বেড়েছে গত কয়েক বছর ধরেই। মহারাষ্ট্রে মোট বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিবহণ দফতরের নতুন পরিসংখ্যানে সেটি দেখা গেছে। শুধু এর মধ্যে মুম্বইতেই রয়েছে ৮৯৩৮টি ইভি। বিশেষ করে দুই চাকার কম্পানিগুলো।

আনন্দবাজরের প্রতিবেদন অনুসারে যে তথ্য পাওয়া গেছে , দেশের গাড়ি বাজারে ধাপে ধাপে মাথা তুলছে তার অংশীদারিও। ফাডা জানিয়েছে, দেশে যাত্রিবাহী বৈদ্যুতিক গাড়ি গত বছরের মার্চের তুলনায় এ বারের মার্চে বিক্রি বেড়েছে ১৩০ শতাংশেরও বেশি (৮৫৬৬টি)। চলতি বছরে ফেব্রুয়ারির নিরিখেও গত মাসে বিক্রি বেড়েছে প্রায় ৮৮%।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version