RBI and UPI: হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ল লেনদেনের সীমা, একধাক্কায় UPI ৫ লক্ষ!

।। প্রথম কলকাতা ।।

RBI and UPI: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়েছে। এখন আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থপ্রদান করতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে UPI-এর ব্যবহার প্রচারের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কারণেই প্রতি মাসে বাড়ছে ইউপিআই লেনদেনের সংখ্যা। RBI অফলাইন লেনদেনের জন্য ইউপিআইতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার প্রচার করেছে। শুক্রবার মুদ্রানীতি সভার ঘোষণায় আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস বলেন, রেপো হারে কোনো পরিবর্তন করা হচ্ছে না। তিনি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার ঘোষণাও করেছেন।

RBI-এর নতুন সিদ্ধান্তের পর, এখন UPI-এর সাহায্যে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি অর্থ প্রদান করা যাবে। নতুন নীতি অনুসারে, এখন এই জায়গাগুলিতে প্রতি লেনদেন ১ লক্ষ টাকার পরিবর্তে ইউপিআইয়ের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যাবে। আশা করা হচ্ছে, নতুন এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলিতে ইউপিআইয়ের ব্যবহারকে আরো উৎসাহিত করবে৷ হাসপাতালের বিল এবং স্কুল-কলেজের ফি পরিশোধের ক্ষেত্রে কমবে নানাবিধ অসুবিধা।

যদিও রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতিতে রেপো রেট এবং অন্যান্য নীতিগত হারে কোনও পরিবর্তন করেনি। একই ভাবে, ঋণের ইএমআই-তে কোনও ত্রাণ থাকবে না। যেহেতু RBI-এর মুদ্রানীতিতে রেপো হারে কোনও পরিবর্তন নেই, তাই ব্যাঙ্কগুলি একই হারে ঋণ পাবে। এই নিয়ে টানা চতুর্থবার, রিজার্ভ ব্যাঙ্ক তার নীতিগত হারে কোনও পরিবর্তন করল না।

শক্তিকান্ত দাস ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৪ অর্থবছরে দেশে খুচরো মূল্যস্ফীতির হার হবে মাত্র ৫.৪০ শতাংশ। ২০২৩ এর আগস্টে আরবিআই মুদ্রাস্ফীতির হারের অনুমান কমিয়ে ৫.৪০ শতাংশ করেছে। সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খাদ্যদ্রব্যের দাম । পাশাপাশি অপরিশোধিত তেলের দামেও দেখা যাচ্ছে ওঠানামা। তা সত্ত্বেও আরবিআই মূল্যস্ফীতির হারের অনুমান বাড়ায়নি। শক্তিকান্ত দাস বলেন, সাপ্লাই চেইনের মতো খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে আরও অনেক কারণ রয়েছে। মুদ্রাস্ফীতির একটি প্রক্ষেপণ দেওয়ার সময়, কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতির হার ৫.৬ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে ৫.২০ শতাংশের অনুমান করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version