Ram Mandir: শীঘ্রই উদ্বোধন, প্রকাশ্যে রাম মন্দিরের গর্ভগৃহের ছবি! দেখুন ছবি

।। প্রথম কলকাতা ।।

Ram Mandir: প্রকাশ্যে রাম মন্দিরের গর্ভগৃহের ছবি। লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সামনে এল গর্ভগৃহের ছবি। মাঝখানে রয়েছে উঁচু একটি স্তম্ভ। সেখানে শ্রীরামের একটি পতাকা গোঁজা। রামলালাকে স্থাপন করার মূল স্থান এখনও তৈরি না হলেও, গর্ভগৃহের কাজ শেষ হতে বেশি দেরি নেই। নিশ্চয়ই আপনারও সেই ছবি দেখতে ইচ্ছা করছে। এই প্রতিবেদনের সঙ্গেই লিংক দেওয়া রয়েছে।

অযোধ্যায় রাম মন্দিরে কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যেই গর্ভগৃহের প্রথম ছবিও সামনে এসেছে। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক সহ-সভাপতি এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই এই ছবিটি শেয়ার করেছেন, যাতে স্পষ্ট দেখা যায় যে মন্দিরের গর্ভগৃহও প্রায় প্রস্তুত। ছবিতে, বিশাল গর্ভগৃহের দেয়াল এবং গম্বুজে সুন্দর খোদাই স্পষ্টভাবে দৃশ্যমান। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে লিখেছেন ২০২৪ এর জানুয়ারীতে অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের ঋষি-সাধুদেরও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অযোধ্যায় ভগবান রাম মন্দির নির্মাণে নিয়োজিত শ্রমিকদেরও ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে চার হাজার সাধক থাকবেন। এছাড়াও সমাজের প্রতিটি সেক্টর যেমন ক্রীড়া জগত, শিল্প জগত, কবি, লেখক, সাহিত্যিক, অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ কর্মকর্তারাও অংশ নেবেন। এছাড়াও এমন পরিবারগুলিকেও ডাকা হবে যাদের পরিবারের সদস্যরা রাম মন্দির আন্দোলনে প্রাণ দিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version