Mamata Banerjee: ‘কথা দিয়ে আমি কথা রাখি’, জলপাইগুড়ির মঞ্চে কোন প্রসঙ্গে বললেন মমতা ?

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: ঠাসা কর্মসূচি নিয়ে প্রায় ১ সপ্তাহের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এর পাশাপাশি সেখানকার মানুষজনদের জন্য দিচ্ছেন বিশেষ সুবিধা। পায়ে হেঁটে করছেন জনসংযোগ। আসন্ন ২৪ এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে হাতিয়ার করে উত্তরে ঘাসফুল ফোটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেনা তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গ সফর সেকারনেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের বঞ্চনার তুলনা করে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‌আমরা বিনামূল্যে রেশন দেব কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এখন লোকসভা ভোট সামনে এসেছে। তাই প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার ওরা হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল। সেটা কি আপনারা পেয়েছেন? নির্বাচনের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কোনও কিছু বন্ধ করিনি।’‌ কথা দিয়ে আমি কথা রাখি৷ সব ধর্ম সব বর্ণের জন্য আমরা কাজ করছি।

উল্লেখ্য, রাজ্যের একাধিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ান এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version