Dolce Hanoi Golden Lake: এই হোটেলে বাথরুম থেকে আসবাব, সবকিছুই সোনার! ভাড়া শুনলে চমকে উঠবেন

।। প্রথম কলকাতা ।।

Dolce Hanoi Golden Lake: ২৫ তলা বিশাল হোটেল, পুরোটাই মোড়া সোনা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন। এই এত বড় হোটেলটা সোনায় মোড়া। ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে সুইমিং পুল, এমনকি টয়লেট পর্যন্ত সোনার। চা পরিবেশন করা হয় সোনার কাপে। হোটেলটিতে যাই ছোঁবেন তাই সোনা। যেন রূপকথার জগৎ। এখানে থাকার অনুভূতিটাই আলাদা। নিজেকে রাজা রাজা মনে হবে। কি, অবাক হচ্ছেন তো? এই পৃথিবীতেই রয়েছে এমন আশ্চর্য হোটেল। যেখানে এক রাত কাটাতে গেলে ধনকুবেররাও দুবার ভাবে। এক রাতের ভাড়া সাধারণ মানুষের মাসিক আয়ের থেকেও অনেক বেশি। ভাড়া জানেন কত? শুনলে আঁতকে উঠবেন।

ভিয়েতনামে রয়েছে সোনায় মোড়ানো ডলচে হ্যানয় গোল্ডেন লেক। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটি বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে তৈরি হোটেল। ২০০৯ সাল থেকে হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে ব্যবসায়িক কাজের জন্য চালু করা হয়েছিল। তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টেরিয়র থেকে শুরু করে এক্সটেরিয়ার, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা। তৈরিতে মোট লেগেছে পুরো ১ টন সোনা। টয়লেট সিট থেকে শুরু করে ইনফিনিটি পুল, রুম, লবি, এমনকি বাথরুমের শাওয়ারের মাথাটাও সোনা দিয়ে তৈরি। বাথরুমে যে বাথটাব ব্যবহার করবেন সেটিও সোনার। বাইরের দেয়ালেও রয়েছে প্রায় ৫৪ হাজার বর্গফুট সোনার প্রলেপ দেওয়া বিশেষ টাইলস। প্রত্যেকটি ঘর সাজানো হয়েছে সোনার কারুকার্য করা চোখ ধাঁধানো সৌখিন জিনিস দিয়ে। ডলচে হ্যানয় গোল্ডেন লেকে কর্মচারীদের ড্রেস লাল আর সোনালি রঙের। হোটেলটির সঙ্গে একটা বিশ্বাস জড়িয়ে আছে। মনে করা হয়, সোনা নাকি মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেই কারণেই নাকি হোটেলের ম্যানেজমেন্ট এর পরিমাণে সোনার ব্যবহার করেছে। বর্তমানে হোটেলটির ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাচ্ছে আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ।

একবার ভাবুন তো, এই হোটেলে এক রাত কাটানোর খরচটা কি কম হওয়ার কথা? রুম ভাড়া শুরু হয় ২৫০ মার্কিন ডলার থেকে। আপনি চাইলে, হোটেলে অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারবেন। কিন্তু তার খরচ অনেকটা বেশি। খরচ করতে হবে প্রায় ৬ হাজার ৫০০ মার্কিন ডলার। হোটেলটিতে প্রায় ৪০০ টি ঘর রয়েছে। ঘর অনুযায়ী ভাড়া আলাদা। প্রাথমিক ভাড়া মোটামুটি শুরু হয় ২০ হাজার টাকা থেকে। যদি ডাবল বেডের রুমে একরাত থাকেন তাহলে খরচ হতে পারে প্রায় ৭৫ হাজার টাকা। এখানে প্রায় ৬ ধরনের রুম আর ৬ ধরনের স্যুট রয়েছে। প্রেসিডেন্সিয়াল স্যুট ক্ষেত্রে প্রতি রাতে খরচ হবে প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার টাকা। এই হোটেলে যারাই গিয়েছেন তারাই স্বীকার করে নিয়েছেন, এখানে থাকার অনুভূতিটাই আলাদা। ডলচে হ্যানয় গোল্ডেন লেক পৃথিবীর একটা মহার্ঘ হোটেল। যাবেন নাকি একবার?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version