Nepal Plane Crash: ফেসবুক লাইভের মাঝেই বিমান দুর্ঘটনা, মুহূর্তে আগুনে ঝলসে গেলেন যাত্রীরা!

।। প্রথম কলকাতা ।।

Nepal Plane Crash: পুত্র সন্তানের জন্য পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) মানত করেছিলেন। পুত্র সন্তানের বাবা হয়েছিলেন ৬ মাস আগে। সেই খুশিতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজীপুরের সোনু জয়সওয়াল। বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে। কিন্তু বাড়ি ফেরা হল না। বিমানে (Flight) থাকাকালীন তিনি ফেসবুকে লাইভ (Facebook Live) করছিলেন। সেই সময় হঠাৎ করে মাঝপথে বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে থাকা যাত্রীদের মৃত্যু ঘটেছে। সেই লাইভ চলাকালীন ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে আসতেই আঁতকে উঠছেন দর্শকরা। মৃত্যুর মাত্র কয়েক সেকেন্ড আগে করা ফেসবুক লাইভ। বিমানের জানালা দিয়ে নিচে দেখা যাচ্ছিল প্রচুর ঘরবাড়ি। তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

কিছুটা দূরেই ছিল পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানটি বেশ কিছুটা নিচে নেমে এসেছিল। আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করত। কিন্তু অবশেষে বিমানটি সুস্থভাবে ল্যান্ড করতে পারল না। মাঝপথেই ভেঙে পড়ে মাটিতে। রবিবার সকালের নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুটা দূরে ঘটা বিমান দুর্ঘটনায় ভারত সহ গোটা বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেপাল এই প্রথম নয়, এর আগে বহুবার দেশটি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে। ওই বিমানে ছিল প্রায় ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য যাদের, মধ্যে ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

বিমান যাত্রীদের মধ্যে ছিলেন সোনু জয়সওয়াল। তিনি তার চার বন্ধুর সঙ্গে গত ১৩ই জানুয়ারি নেপালে যান। অভিশপ্ত বিমান থেকে তিনি একটি লাইভ করেন। লাইভে ধরা পড়েছে দুর্ঘটনার মর্মান্তিক ছবি। তার চার বন্ধুর নাম অনিল রাজভর, বিশাল শর্মা, অভিষেক কুশওয়া এবং সঞ্জয় জয়সওয়াল।

রবিবার বিকেলে উদ্ধার কার্য স্থগিত রাখা হলেও পরবর্তীকালে ফের শুরু হবে। এখনো পর্যন্ত ৪ জনের হদিশ মেলেনি। এই অভিশপ্ত বিমানে মোট ৫ জন ভারতীয় ছিলেন। যাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের প্রশাসনের তরফ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও মহাকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা মৃতদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন। বিমানটি যখন নদীর কাছে খাদে ভেঙে পড়ে তখন সেই দৃশ্য বন্দী হয় ফেসবুক লাইভে। লাইভটি দেখলে মনে হবে যেন স্বাভাবিক পরিবেশ হঠাৎ করেই ওলটপালট হয়ে গেছে। যাত্রীরা বোঝার আগেই আচমকা ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। ক্যামেরার সামনে দাউদাউ করে জ্বলছে আগুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version