Interview Guidance: প্রথম প্রচেষ্টাতেই ইন্টারভিউতে হবে বাজিমাত, মাথায় রাখুন সহজ টিপস

।। প্রথম কলকাতা ।।

Interview Guidance: একের পর এক ইন্টারভিউ ফেল করছেন? যার কারণে হারিয়ে ফেলছেন কনফিডেন্স। ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও ভয় পাচ্ছেন। ভাবছেন হয়ত ইন্টারভিউতে গিয়ে প্রশ্নের উত্তর দিতে ঘাবড়ে যাবেন। আসলে ইন্টারভিউ এমন একটি জায়গা যেখানে জানা উত্তর মানুষ ভুলে যায়। শুধুমাত্র আপনি কতটা জানেন সেই বিষয়ে দেখা হয় না। আপনার আচার-আচরণ, আপনি কতটা স্মার্টলি উত্তর দিতে পারছেন সেই বিষয়গুলিও বিবেচনা করা হয়। এক একটি ইন্টারভিউর সঙ্গে জড়িয়ে থাকে থাকে কত স্বপ্ন। পাশ করলে শুরু হয় স্বপ্নপূরণের পথচলা, আর ফেল করলে একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হয়। ইন্টারভিউ সহজে ক্র্যাক করার কিছু টিপস আপনি মেনে চলতে পারেন। দেখবেন খুব সহজেই আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন। ইন্টারভিউর জন্য বিষয়েগত দিক থেকে সমস্ত রকমের প্রস্তুতি নিতে হয়, তবে উত্তর দেওয়ার একটি ধরণ থাকে।

(১) ইন্টারভিউতে যখন আপনার পরিচয় জানতে চাইবে তখন জানা প্রশ্নের মুখস্থ উত্তরের মতো অনর্গল বলতে থাকবেন না। ধীরে ধীরে থমকে থমকে পরিষ্কার করে বলতে থাকুন। নিজের পরিচয় মানেই শুধুমাত্র কোয়ালিফিকেশন বলা নয়। আপনি ঠিক কি করতে ভালোবাসেন, আপনি ওই কাজের জন্য কতটা উপযুক্ত তার নিজের পরিচয়ের মাধ্যমে বুঝিয়ে বলতে হবে। দরকার পড়লে এই বিষয়ে আগে প্রস্তুতি নিয়ে নেবেন।

(২) কোন ধরনের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সেই অনুযায়ী ভদ্র এবং রুচিশীল পোশাক পরে যাওয়া উচিত। হাঁটাচলা বা কথা বলার মধ্যে বিন্দুমাত্র জড়তা ভাব রাখবেন না।

(৩) যে সংস্থা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সংস্থাটি সম্পর্কে একটু রিসার্চ করে যান। সেখানে কেমন ধরনের কাজ হয়, কিভাবে কাজ হয় সেই সম্পর্কিত তথ্য নিজের ভাঁড়ারে রাখুন। আপনি যে পদের জন্য ইন্টারভিউ দিচ্ছেন সেই সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি।

(৪) ইন্টারভিউতে টেনশন নয়, ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এখানে কনফিডেন্স অত্যন্ত জরুরি। উত্তর দেওয়ার সময় যদি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে পরীক্ষকরা বুঝবেন হয়ত আপনি প্রশ্নের উত্তর সঠিক জানেন না। ইন্টারভিউতে পৌঁছানোর ক্ষেত্রে সঠিক সময় মানা খুব দরকার। তাই সংস্থার তরফ থেকে দেওয়া সময়ের কিছুক্ষণ আগেই আপনি পৌঁছে যাবেন।

(৫) ইন্টারভিউর ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল গুরুত্বপূর্ণ, তা ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে কিংবা হিন্দি ও হতে পারে। যদি মনে করেন ওই সংস্থা আপনাকে ইংরেজি কিংবা হিন্দিতে প্রশ্ন করতে পারে তাহলে সেই ভাষায় সাবলীল হওয়া দরকার। ঘাবড়ে যাবেন না। প্রয়োজনে বিষয়ভিত্তিক নলেজ নিজের ভাষাতেই গুছিয়ে বলুন। আত্মবিশ্বাস হারিয়ে থমকে গেলে চলবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version