।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: নতুন বছর আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জনসাধারণের জন্য নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচে’র সূচনা করেছেন। ১১ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন দিদির দূতেরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করছে তৃণমূল কংগ্রেস। এই মতো পরিস্থিতিতে একদিনের জন্য মুর্শিদাবাদ (Murshidabad) সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ১৬ জানুয়ারি ঝটিকা সফরে আসছেন তিনি। জেলা প্রশাসনের সূত্রে খবর, সাগরদিঘীর ধুমারপাহাড়ে (Dhumar pahar) একটি প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল প্রশাসনিক সভার পরে জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এছাড়াও ওই সভা থেকেই বিভিন্ন সামগ্রী বিতরণ করবেন নিজের হাতে। সরকারি প্রকল্পের কিছু জিনিস উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। হাওড়ার ডুমুরজলা থেকে আগামীকাল হেলিকপ্টারে (Helicopter) করে সাগরদিঘীতে গিয়ে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। এই কারণে সেখানে একটি অস্থায়ী হেলপ্যাড তৈরি করা হয়েছে। সভার শেষে তিনি আবার কলকাতাতে ফিরে যাবেন।
আগামীকাল দুপুরে মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে ওই এলাকাকে এক প্রকার নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এলাকায়। সোমবারের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী সহ বিধায়ক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। রবিবার সেই উপলক্ষ্যে জোর কদমে প্রস্তুতি চলতে দেখা গিয়েছে সাগরদিঘীতে। আর প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন সাগরদিঘীর ধুমারপাহাড় মাঠে হাজির হন জেলাশাসক রাজর্ষি মিত্র সহ জেলার দুই পুলিশ সুপার সুরিন্দর সিং এবং ভোলানাথ পাণ্ডে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম