Meghalaya Assembly Election: মেঘালয়ে আজ ইস্তেহার প্রকাশ অভিষেকের, গুরুত্ব পাচ্ছে কোন দিকগুলি ?

।। প্রথম কলকাতা ।।

Meghalaya Assembly Election: নির্বাচন কমিশনের তরফ থেকে মেঘালয় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভা ভোট (Meghalaya Assembly Election) হতে চলেছে। আর সেই ভোটে প্রায় সব আসন থেকেই লড়ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রার্থী তালিকা আগেই ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে। আর আজ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফ থেকে মেঘালয় বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ইস্তেহারে (Manifesto) কোন কোন বিষয়গুলি গুরুত্ব পাবে ? দিন গতক আগেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে গিয়েছিলেন। সেখানে তিনি রাজ্যের লক্ষ্মী ভান্ডারের (Lakshmi Bhandar) মতো মেঘালয়ের মহিলাদের মাসিক ভাতার একটি প্রকল্প শুরু করবেন এমনটাই প্রতিশ্রুতি দেন। এছাড়াও এই ইস্তেহারে সীমান্তের সমস্যা, কর্মসংস্থান স্বাস্থ্য সহ গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরা হবে।

নিউজ ১৮ বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিশন ডকুমেন্টস নামে এই ইস্তেহারে WE card এবং MYE Card এর কথা রয়েছে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তর-পূর্বের সেই রাজ্যে গিয়ে কিছুদিন আগেই ঘোষণা করেন যে, যদি তাঁরা মেঘালয় বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হন তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডারের মতো একটি প্রকল্প মেঘালয়েও শুরু করা হবে। আর সেই প্রকল্পের অধীনে মহিলারা প্রতিমাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে, ওই পরিষেবা পাওয়ার জন্য সে রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি মহিলা এক সপ্তাহের মধ্যেই আবেদন করেছেন।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার ক্ষমতায় এসেছে। আর এবার তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেছে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে। ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের বিস্তার নির্বাচন কমিশনের তরফ থেকে ত্রিপুরা, মেঘালয় এর মতো রাজ্য গুলির বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। তার আগেই মেঘালয়ের সফর সেরে এসেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এক কথায় পাহাড়ি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার বেশ খানিকটা আগে থেকেই শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version