Road Block: বাঁকড়ায় হাতির তাণ্ডবে নাজেহাল, পথ অবরোধ গ্রামবাসীদের

।। প্রথম কলকাতা।।

Road Block: বারবার দাঁতালের হানায় রাতের ঘুম উড়েছে বাঁকড়া এলাকার বাসিন্দাদের । হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর । বনদফতরকে বারবার এই বিষয়ে অভিযোগ জানানোর পরেও আশানুরূপ কোন ফল মেলেনি। যার কারণে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। যার ফলে স্বাভাবিকভাবে যানজট সৃষ্টি হয় রাস্তায় । যদিও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং বনদফতরের আধিকারিকরা । কিন্তু তাদের উপরেও ক্ষোভ উগরে দিতে দেখা যায় পথ অবরোধকারী গ্রামবাসীদের।

ঘটনাটি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকার। বৃহস্পতিবার সকালের দিকে বাঁকড়া এলাকায় পথ অবরোধ করেন তাঁরা । যার ফলে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় বড় বড় গাড়িগুলি। অবরোধকারীদের দাবি, প্রতিদিন দলে দলে হাতি লোকালয়ে ঢুকছে । ক্ষেতের ফসল নষ্ট করছে একইসঙ্গে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে তছনছ করে দিচ্ছে। গতকাল দুপুরেও ৩০ থেকে ৩৫ টি হাতি বাঁকড়া এলাকায় ঢুকে চাষের জমি নষ্ট করে দিয়েছে। এর আগে বহুবার বনদফতরের সাহায্য চেয়েছেন তাঁরা। দফতরের কর্মীরা এসেছেন তবে কাজের কাজ তেমন কিছুই হয়নি। যার কারণে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন দাবি তুলেই এই দিনের পথ অবরোধ। যদিও অবরোধকারী গ্রামবাসীদের একাংশকে বনদফতরের আধিকারিকদের সামনেই গলা চড়াতে দেখা যায়। তাদের দাবি, ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ খেটে খাওয়া গ্রামবাসী। এ বিষয়ে একেবারেই তৎপর নয় বনদফতর । কাজেই তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। যদিও এদিন পুলিশ এবং বনদফতর আধিকারিকদের আশ্বাসে কিছুটা শান্ত হন পথ অবরোধকারীরা।

উল্লেখ্য, ঝাড়গ্রামে চলতি বছরেই হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মহিলা সহ তিনজন । ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহর সংলগ্ন কন্যাডোবা এলাকায়। প্রতিনিয়ত এই অঞ্চল গুলিতে হাতির দলের আনাগোনা আতঙ্ক হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে । যখন তখন হাতির আক্রমণে প্রাণ যেতে পারে তাদের । এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা । তাদের এই সমস্যার দ্রুত সমাধান চাই, এমন দাবি তুলেই বৃহস্পতিবার পথ অবরোধ বাঁকড়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version