।। প্রথম কলকাতা ।।
Rajnath Singh: গালওয়ানের স্মৃতি উসকে দিয়ে ফের একবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ভারত-চিন সৈন্যরা। হতাহতের খবর না মিললেও, জখম হয়েছেন অনেকেই। ‘এনডিটিভি’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দু’দেশের সেনার মধ্যে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে, আজ মঙ্গলবার একটি হাইপ্রোফাইল বৈঠকের সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রিপোর্ট অনুযায়ী, আজ তিন সেনাপ্রধান অর্থাৎ সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যডমিরাল আর হরি কুমার এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে দেখা করবেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানও বৈঠকে যোগ দেবেন। উপস্থিত থাকবেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা এবং গিরিধর আরমানেও। পাশাপাশি ANI সূত্রে, এই মর্মে সংসদে বিবৃতিও পেশ করবেন প্রতিরক্ষা মন্ত্রী। যেখানে বিরোধী দলগুলির বেশ কয়েকজন MP সীমান্ত সংঘর্ষের বিষয়ে আলোচনা চেয়েছেন। এখন দেখার, এই বিষয়ে সংসদে কী বলেন রাজনাথ।
৯ ডিসেম্বর সংঘর্ষের কারণে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ভারতীয়দের তুলনায় চিনা বাহিনীতেই আহতের সংখ্যা বেশি। সংঘর্ষের ঘটনায় ভারতের যে সকল জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের গুয়াহাটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, খবর জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় একটি নোটিশ জমা দেয়। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র কোনও আলোচনা থেকে সরে আসেনি এবং তথ্য নিয়ে প্রস্তুত। বিরোধী সাংসদের মধ্যে যাঁরা এই নিয়ে আলোচনা চেয়েছেন তাঁদের মধ্যে নাম রয়েছে, কংগ্রেসের মনীশ তিওয়ারি, সৈয়দ নাসির হুসেন, আম আদমি পার্টির রাঘব চড্ডা, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ ঝা এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের আসাদ উদ্দিন ওয়াইসির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম