WHO Warns About Bird Flu: পাখি ছাড়াও বিপদে মানুষ! বার্ড ফ্লু ভাইরাস সম্বন্ধে সতর্কবার্তা WHO-এর

।। প্রথম কলকাতা ।।

WHO Warns About Bird Flu: কোভিদের আতঙ্ক মানুষকে যেভাবে গ্রাস করেছিল তা থেকে পুরোপুরি এখনও বেরিয়ে আসতে পারেনি বিশ্ববাসী। করোনাভাইরাসের সংক্রমণ মানুষের কাছে একটা দুঃস্বপ্ন হিসেবে এখনও বেঁচে রয়েছে। এরই মাঝে নতুন করে আবারও এক আতঙ্কের কথা জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এই রোগের সঙ্গে আমরা সকলেই পূর্ব পরিচিত। কিন্তু এই রোগের ভাইরাসের গড়ন বদলে যাওয়ায় গোটা ছবিতেই বড়সড় বদল এসেছে। বর্তমান আতঙ্কের নাম হল বার্ড ফ্লু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবার বার্ড ফ্লুতে (Bird Flu) শুধু পাখি নয়, সংক্রামিত হতে পারেন মানুষ। কাজেই আগাম সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় বার্ড ফ্লু নামক এই অসুখটি বিজ্ঞানী সহ চিকিৎসকদেরকে ভাবতে বাধ্য করেছে। কিন্তু যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, বিশেষজ্ঞরা এতে পাখি কিংবা অন্যান্য পশুদের সংক্রামিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। কখনই বার্ড ফ্লু ভাইরাসের (Bird Flu Virus) দ্বারা মানুষের সংক্রামিত হওয়ার কথা জানা যায়নি। পূর্বে যতবারই বার্ড ফ্লু মারাত্মক আকার ধারণ করেছে তখন সতর্ক করা হয়েছে। যাতে কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত পাখির মাংস না খান। তবে বর্তমান পরিস্থিতি বলছে বার্ড ফ্লু এবার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। আর এই সংক্রমনের হার যদি বৃদ্ধি পায় তাহলে সমস্যা বাড়বে বরং কমবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, বার্ড ফ্লু এই রোগটির জন্য দায়ী হল ভাইরাস H5N1 এর আগে যতবার বার্ড ফ্লু নিয়ে চর্চা হয়েছে ততবারই দেখা গিয়েছে এতে আক্রান্ত হয় পাখিরা। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র পাখিরা নয় , স্তন্যপায়ী প্রাণীরাও আক্রান্ত হয়েছে বার্ড ফ্লু ভাইরাসের মাধ্যমে। এমনকি কিছু শেয়ালের সন্ধান পাওয়া গিয়েছে যারা বার্ড ফ্লু আক্রান্ত পাখির থেকে ভাইরাসটি পেয়েছে। আর শুধু সংক্রমণ নয়, এই সংক্রমনের ফলে সংক্রমিতের পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা বর্তমানে অনুমান করছেন, H5N1 এই ভাইরাসটি ক্রমশ নিজের গড়নে বদল আনছে । অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন যে গতিতে হচ্ছে তাতে খুব দ্রুত ভাইরাসের গতি প্রকৃতি আরও বদলে যাবে। আর তা আগামী দিনে মানুষের শরীরে বাসা বাঁধবে। কাজেই আগে থেকে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এই ভাইরাস যদি ক্রমশ শক্তিশালী হতে থাকে তাহলে এর জন্য উপযুক্ত টিকাকরণ ব্যবস্থাও হতে পারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। একটি গবেষণায় ইঁদুরের উপর এই ভাইরাস প্রয়োগ করা হয়। সেখানেই প্রমাণিত হয় যে নতুন বার্ড ফ্লু ভাইরাসটি তাদেরকেও সংক্রমিত করছে। তাই এই বিষয়টির দিকে গুরুত্ব দিতে চাইছে WHO ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version