Weather Update: ৪৮ এ শীতের ব্যাপক মুড সুইং, শিল পড়বে বড়দিনে ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: বড় খবর! ফুটছে সাগর! শিল পড়বে বড়দিনে? ভরা শীতের ঘূর্ণাবর্ত বলয়ে ফেঁসে গেল বাংলা? উঠবে ঝড়? আগামী ৪৮ ঘন্টায় দুর্যোগ বাড়ার চান্স প্রবল? কোন কোন জেলার উপর লো প্রেসারের এফেক্ট? বছর শেষে শীতের মুড সুইংয়েই বড় বিপদ? জানুন আবহাওয়ার বড় আপডেট। আপনার জেলায় ইমারজেন্সি অ্যালার্ট জারি হয়েছে? তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হয়েছে? ঘূর্ণবর্তের এফেক্ট যাবে কোথায়? ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের কোন কোন জেলা? এইভাবে বরফ পড়বে বড়দিনে?

বর্ষশেষে বঙ্গোপসাগরে তৈরি হবে একটা নতুন ঘূর্ণাবর্ত কিন্তু বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বড়দিনেও আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। বর্ষবরণের উৎসবের শুরুতেও থাকবে উষ্ণতার ছোঁয়া। উবে যাবে শীত। বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া বাধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার দেওয়াল। সপ্তাহান্তেই আবহাওয়ার ম্যাসিভ পরিবর্তন। শনিবারের পর তেমন ঠাণ্ডা অনুভূত হবেনা। মোদ্দা কথা, রাতারাতি চরিত্র বদলাবে শীত। আপাতত আজ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল থাকবে। বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে। পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া।

পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত ঠান্ডা বেশি থাকে। ঠান্ডায় উত্তরের কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলা। শনিবার অবধি হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত না হলেও তাপমাত্রার পারদ থাকবে বেশ নিম্নমুখী, আর উত্তর?

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শীতের আমেজ! নতুন করে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বড়দিনে পাহাড়ে তুষারপাত হবে কিনা তা স্পষ্ট নয়। এই মুহূর্তে শীত উপভোগ করার জন্য পাহাড়ে রীতিমতো পর্যটকদের ঢল। দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস আগেই মিলেছিল। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অন্য বছর ডিসেম্বর-জানুয়ারিতে যে ঠান্ডা থাকে, এবার তা থেকে তাপমাত্রা বেশি থাকবে। তাহলে কি সেই ছকেই চলা শুরু আবহাওয়ার? ডিসেম্বরেই ইতি টানলো শীত?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version