Mobile robbery: ট্রেনে জানলার পাশে ফোন রাখলেই সর্বনাশ! ছো মেরে নিয়ে যাবে, কীভাবে সতর্ক থাকবেন ?

।। প্রথম কলকাতা ।।

Mobile robbery: ট্রেনে জানলার পাশে বসে মোবাইল ঘাঁটছেন বা কখনও জানলার সাইডে মোবাইল রেখে ভিডিও করছেন আপনি তাতেই কি কেলেঙ্কারি হচ্ছে জানেন? প্ল্যাটফর্ম ছাড়ার সাথে সাথেই এই কাণ্ড! আচমকা কিছু বুঝে ওঠার আগেই কেউ আপনার হাত ধরে টেনে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। ফটো তোলার নেশায় ফোন জানলার পাশে রেখে ছবি তুলছেন তারই সুযোগ নিচ্ছে একদল ছিনতাইবাজ। বাংলাদেশে এই ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। এই ভিডিওটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুরো ঘটনাটা জানলে আপনার ট্রেনে উঠতেই ভয় করবে। এমন ঘটনাতো যে কোনও দিন যে কোনও সময় হতে পারে আপনার সাথেও। ট্রেনে মোবাইল ব্যবহারের সময় কীভাবে সতর্ক থাকবেন?

অনেকেই বেড়াতে গেলে ট্রেনের জানলা দিয়ে মোবাইল টা একটু বার করে ছবি তোলেন। তার জন্যই ওত পেতে থাকে ছিনতাইকারীরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল যার সত্যতা যাচাই করেনি প্রথম প্রথম কলকাতা।বহু স্টেশনে ট্রেন ছাড়তেই এমন ঘটনা ঘটছে। পরীক্ষা করার জন্য এক ভ্লগার ফোন না নিয়ে ফোনের কভার জানলার পাশে রেখেছিলেন। চট্টগ্রাম স্টেশন থেকে একটু এগোতেই যখন চারপাশ অন্ধকার হয়ে এল তখনই ঘটল আসল কেলেঙ্কারি। রীতিমত কেউ যেন সেই কভারটাকে ছিনিয়ে নিয়ে গেল। যদিও ভাগ্যিস কোনও ফোন ছিল না!এবার প্রশ্ন উঠছে রলে লাইনের ধারে কীভাবে ঘাপটি মেরে থাকছে এই চোরেরা? তবে কি ট্রেনের মধ্যে থেকেও চুরি হতে পারে?

আপনি প্রতিদিন কাজে বেরোচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন। মোবাইল আপনার সাথে থাবে এটাই স্বাভাবিক। এই ঘটনা আপনাকে ভাবিয়ে তুলছে তো? চলন্ত ট্রেনে কীভাবে সাবধানে রাখবেন ফোন? ট্রেন থেকে মোবাইল চুরির ঘটনাও অনেক বেড়েছে এমন পরিস্থিতিতে ট্রেনযাত্রার সময় আপনার মোবাইলের খেয়াল রাখুন মোবাইল চার্জিং এ রাখার সময় নজর দিন। ট্রেনের জানালা বা দরজার কাছে মোবাইল ব্যবহার করতে যাবেন না। পারলে আপনার সাথে থাকা ব্যাগে রাখুন বা পকেটেও নিজের কাছে রাখতে পারেন। বুক পকেটে ভুলেও রাখবেন না ফোন।

দিন দিন জালিয়াতদের রমরমা বাড়ছে। নচুন নতুন ফবন্দিতে কত মানুষের এভাবে ক্ষতি করে চলেছে। আপনি প্রশাসনকে জানাতে জানাতেই সে যে কোথায় পালিয়ে যাবে বুঝতেও পারবেন না। তাই সতর্ক থাকুন। ট্রেনে নিজের জিনিস সাবধানে রাখুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version