Tips To Remember While Shaving: রেজার দিয়ে লোম তুললে হাত পা খসখসে হয়ে যায়? ত্বক কোমল পেতে এই ঘরোয়া উপায় জানুন

।। প্রথম কলকাতা ।।

Tips To Remember While Shaving: পার্লারে গিয়ে ওয়াক্সিং করার চেয়ে বাড়িতেই শরীরের অবাঞ্ছিত লোম ছেটে ফেলার সহজ অন্যতম উপায় হল রেজার। রেজার ব্যবহার করলে অন্তত পার্লারে গিয়ে পকেট থেকে টাকা খষাতে হবে না। রেজার ব্যবহার করলে অনেক সময় র‍্যাশ বেরিয়ে যায়। তাও চটজলদি গায়ের লোম তুলতে রেজারেই ভরসা রাখেন অনেকে। হঠাৎ কোথাও বেরোতে হলে সালোয় গিয়ে ওয়্যাক্সিংয়ের সময় থাকে না।তখন রেজার দিয়েই কাজ সারতে হয়। অল্প সময়ে মুশকিল আসান করলেও রেজ়র ব্যবহারের পর গা-হাত পা বেশ খসখসে হয়ে যায়। তবে কি রেজার দিয়ে রোম তোলা উচিত নয়?

রূপচর্চা নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের মতে, রেজার দিয়ে গায়ের লোম তোলা যেতেই পারে। সঠিক পদ্ধতিতে রেজার ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতি হয় না। জেনে নিন রেজ়র ব্যবহার করার পরেও কীভাবে ত্বক কোমল থাকবে। রেজর ব্যবহার করার কিছু নিয়ম মেনে চললেই হাত পা খসখসে হবে না। রেজার ব্যবহার করার মিনিট দশেক আগে গরম জলে স্নান করে নিতে পারেন। স্নানের সময় বাথ স্ক্রাব কিংবা লুফা ব্যবহার করলে ত্বকের উপরের মৃত কোষগুলি উঠে যায়। ফলে ত্বক কিন্তু কোমল ও নরম থাকে। শেভ করার সময়ে কিন্তু ভুলেও গরম জল ব্যবহার করবেন না। তখন কিন্তু ঠান্ডা জল দিয়েই ত্বক ভেজাতে হবে। অনেকেই শেভিংয়ের সময়ে সাবান ব্যবহার করেন। এই ভুলের কারণেই কিন্তু ত্বক রুক্ষ হয়ে যায়। রেজার ব্যবহারের সময়ে শেভিং ক্রিম ব্যবহার করুন।

এতে ত্বক কোমল থাকবে। একান্তই শেভিং ক্রিম না থাকলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শেভিংয়ের পদ্ধতি ভুল হলেও ত্বক রুক্ষ হয়ে যায়। লোমের অভিমুখ যে দিকে প্রথম বার তার উল্টো দিক থেকে লোম তোলা উচিত। প্রথমে উল্টো দিক থেকে রেজ়র টেনে তার পর সোজা দিকে টানুন। শেষে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন। লোম তোলা হয়ে গেলে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে অনেকেই ভুলে যান। এই ভুলেই কিন্তু ত্বক শুষ্ক আর খসখসে হয়ে যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version