Aadhaar PAN Linking: আধারের সাথে প্যান লিঙ্ক না করলেই বিপদ, হবে মোটা জরিমানা!

।। প্রথম কলকাতা ।।

Aadhaar PAN Linking: আপনি কি প্যান কার্ডের (PAN card) সঙ্গে আধার কার্ডের (Aadhaar card) লিঙ্ক এখনো করেননি? এই কাজ করতে দেরি করছেন? তাহলে কিন্তু বড় সমস্যার মুখে পড়তে পারেন। গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা। বহুদিন ধরেই সরকারি তরফ থেকে বারংবার জানানো হচ্ছিল যাতে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়। অনেকেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। কিন্তু এবার প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতেই হবে। লিঙ্ক করার শেষ দিন ঘোষণা করে দিয়েছে আয়কর দপ্তর। না হলে মোটা টাকার জরিমানা দিতে হতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে সরকার সচেষ্ট। প্রযুক্তি ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। সেখানে সরকারও পিছিয়ে থাকছে না। সম্প্রতি বাজেটেও প্যান কার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে দেখানো হয়েছে। ক্যাশলেস দেশ গড়ার লক্ষ্যে ব্যবহার করা হবে ইউপিআই মডেল। জোর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তৈরি অ্যাপ ডিজি লকার (DigiLocker) ব্যবহারের উপর। বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একক পরিচয় পত্র হিসেবে সবার সামনে থাকবে প্যান কার্ড।

কয়েকবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার ডেড লাইন পিছিয়েছে। এবার চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হল। এখনো যারা লিঙ্ক করাননি তারা সমস্যায় পড়তে পারেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা শেষ দিন ৩১ শে মার্চ। এই নির্ধারিত সময়ের মধ্যে যারা আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করার আবেদন করবেন না পরবর্তীকালে তাদের হাজার টাকার জরিমানা দিতে পারে। অপরদিকে আরেকটি সমস্যা হল, এই লিঙ্ক না করলে আপনার প্যান কার্ডটি অকেজো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাড়িতে প্যান কার্ডের বা আধার কার্ড ফেলে না রেখে দ্রুত লিঙ্ক করিয়ে নিন। এর জন্য আপনাকে কারোর কাছে গিয়ে কাজটি করার দরকার নেই। অনায়াসে বাড়িতে বসে একাই কাজটি সারতে পারেন।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আয়কর দপ্তরের ই-ফিলিং ওয়েবসাইট www.incometax.gov.in এ। ক্লিক করার পর সেখানে ইনকাম ট্যাক্স প্রোফাইলে লগইন করার জন্য কিছু তথ্য চাইবে। সেই তথ্য সাবমিট করলে দেখবেন সামনে একটা পপ-আপ উইন্ডো খুলে গিয়েছে। যদি এটি না আসে তাহলে প্রোফাইলে সেটিংয়ে যাবেন সেখানে মেনু বার থেকে link Aadhaar অপশনে ক্লিক করবেন। দেখবেন একটি নতুন উইন্ডো খুলে গিয়েছে। সেখানে আধার কার্ডের তথ্য, নাম, মোবাইল নম্বর আর প্যান কার্ডের নম্বর চাইবে। তথ্যগুলি যথাযথ দিলে আই এগ্রি (Agree) বলে একটি অপশন আসবে। সেখানে ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ফোনের নম্বরে আসবে ওটিপি। ওটিপি ইনপুট করলে ভ্যালিডেট লেখা একটি বাটন আসবে। সেখানে ক্লিক করলেই কাজ শেষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version