LPG Biometric Update: আঙুলের ছাপ না দিলে সিলিন্ডার আসা বন্ধ ? গ্রাহকদের জন্য নতুন নিয়ম

।। প্রথম কলকাতা ।।

LPG Biometric Update: হাতে মাত্র আর কয়েকদিন আচ্ছা আপনি গ্যাসের দোকানে আঙুলের ছাপ দিয়ে এসেছেন তো? এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর। আচ্ছা গ্যাসের সাথে কেন বায়োমেট্রিক আপডেট করতে হচ্ছে? ৩১ ডিসেম্বরের পর্যন্ত সময় নাহলে বাড়িতে সিলিন্ডার আসা বন্ধ নাকি! আধার কার্ড দিয়ে এখন কিছুই হবে না, জানুন পুরো বিষয়টা! ব্যাঙ্কে টাকা চুরির ভয়ে আপনি যদি বায়োমেট্রিক লক করে থাকেন এক্ষুণি আনলক করুন। আপনার হেঁশেলের সাথেও জুড়ে যাচ্ছে আঙলের ছাপ। কোনও কেলেঙ্কারি হবে না তো? আপনার বায়োমেট্রিককে কীভাবে জালিয়াতদের হাত থেকে বাঁচাবেন?

যারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতেন, তাঁদের ফের বায়োমেট্রিক আপডেট করতে হবে, না হলে বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি। এখনও পর্যন্ত এই খবর নেই অনেকের কাছেই। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে বাধ্যতামূলকভাবে করাতে হবে বায়োমেট্রিক আপডেট আপনি যাদের থেকে সিলিণ্ডার নেন সেই গ্যাস ডিলারদের অফিসে গিয়ে বায়োমেট্রিক অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আধার কার্ডের জেরক্স এক কপি গ্যাসের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স এক কপি গ্যাস ডিলারের অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে আপনার বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ নেবে। যাঁর নামে গ্যাস তাঁকেই গিয়ে লাইন দিতে হবে। সব প্রক্রিয়া হয়ে গেলে যাঁর নম্বর যোগ করা আছে তাঁর ফোনে একটি মেসেজও আসবে। ৩১ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক আপডেট করাতে হবেয়এমনই নির্দেশিকা এসছে।

যাঁরা যেতে পারবেন না তাঁদের ক্ষেত্রে কী হবে? আরেকটা বিষয়ও শোনা যাচ্ছে। গ্যাসের ডেলিভারি যারা করেন, তারাও নাকি গ্রাহকদের কাছ থেকে বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন গ্যাসের ডেলিভারিম্যানের কাছেই মোবাইলে একটি বিশেষ অ্যাপ থাকবে সেখানেই গ্রাহকের আঙুলের ছাপ বা মুখ স্ক্যান করা হবে তাতেই আপডেট হয়ে যাবে বায়োমেট্র্রিক। এছাড়া কোনও গ্রাহক চাইলে গ্যাসের দোকানে গিয়েও কেওয়াইসি আপডেট করাতে পারেন।

বারেবারে লাইনে দাঁড়াতে তিতিবিরক্ত সাধারণ মানুষ। কখনও আধার কার্ডের সঙ্গে প্যান সংযোগ, কখনও এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্কের পাসবুক সংযোগ, আবার কখনও রেশনে বায়োমেট্রিক তথ্য দেওয়ার লাইন।
বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই বায়োমেট্রিক নথি গুরুত্বপূর্ণ। এই বায়োমেট্রিক নিয়েই চতর্দিকে কারচুপি শুরু হয়েছে। তাই সাইবার বিশেষজ্ঞরা সাবধান করে বলছেন বায়োমেট্রিক দেওয়া হয়ে গেলে আবার লক করে দেবেন। তাতেি সুরক্ষিত থাকবে আপনার টাকা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version