Alert System: চালক ঘুমিয়ে পড়লে দুর্ঘটনা আটকাবে নয়া সিস্টেম! আসছে বিশেষ টেকনিক

।। প্রথম কলকাতা ।।

Alert System: চালকের সামান্য ভুলে প্রাণ যেতে পারে যাত্রীদের। বিশেষ করে গাড়ি চালানোর সময় যদি চালক ঘুমিয়ে পড়েন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। ড্রাইভ করার সময় ঘুমিয়ে পড়লেও আর দুর্ঘটনা ঘটবে না। সেই বিষয়ে সতর্কতার ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। এবার গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়লে তাদেরকে সতর্ক করা হবে। গাড়িতে যুক্ত হবে এক অত্যাধুনিক টেকনিক।

প্রথম পর্যায়ে এটিকে M, N2 এবং N3 প্রস্তুতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। M ক্যাটাগরি বলতে বোঝায় চার চাকার যানবাহন, যেখানে চালক ছাড়াও ৮ জনের কম যাত্রী থাকে। অপরদিকে N2 এবং N3 যানবাহন গুলি পণ্য বহনের জন্য ব্যবহার করা হয়। এবার ব্যবহার করা হবে DDAW সিস্টেম, যা ইউরোপীয় দেশগুলিতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত চালকদের ঘুমের সতর্কতার জন্য এই সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

AICS দ্বারা প্রস্তুত করা খসড়া অনুসারে, এটি ভারতীয় বাজারের প্রয়োগ করা একটি নতুন বৈশিষ্ট্য হতে চলেছে। যদি সিস্টেমটি প্রাথমিক পর্যায়ে ৪০ শতাংশ নির্ভুলতা দেখায় তবে এটি এগিয়ে যাওয়ার জন্য একটি ভালো ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। পরবর্তীকালে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি এই সিস্টেমের মান আরো বৃদ্ধি করা হবে। বর্তমানে যে যানবাহনের জন্য এই সিস্টেমের মান নির্ধারণ করা হচ্ছে সেই তালিকায় সিটি বাস, স্কুল বাস, ডাবল ডেকার বাস, কংক্রিট মিক্সার, আবর্জনা তোলার যানবাহন অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই যানবাহনের নির্মাতারা এই সিস্টেমটি গ্রহণ করতে পারেন।

DDAW সিস্টেম ড্রাইভারের ঘুমের স্তর পর্যবেক্ষণ করবে এবং একটি ইন্টারফেসের মাধ্যমে ড্রাইভারকে সতর্কবার্তা প্রেরণ করবে। সিস্টেমটি এমন ভাবে ডিজাইন করা হবে, যেখানে ত্রুটির সম্ভাবনা একেবারেই থাকবে না। এই সিস্টেম চালককে দুই ভাবে সতর্ক করতে পারে। একটি স্ক্রিনের ফ্ল্যাশের মাধ্যমে, অপরটি অডিও সতর্কতার মাধ্যমে। পৃথিবীর বহু দেশে এই সিস্টেম ব্যবহার করা হয়। মূলত এই সিস্টেম যানবাহনের অবস্থান ছাড়াও স্টিয়ারিং প্যাটার্ন এবং চালকের চোখ ও মুখ পর্যবেক্ষণ করে। আশা করা হচ্ছে, এই সিস্টেম সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। সাধারণত গাড়ি যখন উচ্চগতিতে চলে তখন চালকদের ঘুমিয়ে পড়া অত্যন্ত বিপ্পজনক। ঘুমন্ত চালকদের কারণে যে কত দুর্ঘটনা ঘটেছে তার হিসাব নেই, তবে বোঝা যায় মূলত মধ্যরাত থেকে ভোট চারটে কিংবা পাঁচটা পর্যন্ত যে দুর্ঘটনাগুলি ঘটে তার অন্যতম কারণ এটি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version