Narendra Modi: ‘আইকনিক, বিশ্ব নেতা,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: রবিবার কর্ণাটক সফরে মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কেভিন পিটারসেন (Kevin Pietersen)। প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার দেশে প্রাণী সংরক্ষণের প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “আইকনিক” এবং “বিশ্ব নেতা” বলে অভিহিত করেছেন।

কেভিন পিটারসেন নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আইকনিক ! একজন বিশ্বনেতা যিনি বন্য প্রাণীদের আদর করেন এবং তাদের প্রাকৃতিক বাসস্থানে তাদের সঙ্গে সময় কাটানোর সময় খুব উত্তেজিত হন। মনে রাখবেন, তিনি তাঁর জন্মদিনে, কয়েকটি চিতাকে ভারতের বনে ছেড়ে দিয়েছেন। হিরো, @narendramodi।”

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “প্রজেক্ট টাইগার”-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচির অংশ হিসাবে কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী থেপাকাদু হাতি ক্যাম্পে হাতিদের নিজের হাতে খাওয়ান। মাইসুরুতে প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালের হিসাবে ভারতের বাঘের সংখ্যা ৩,১৬৭। অনুষ্ঠানের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “প্রজেক্ট টাইগার বড় বিড়ালদের সুরক্ষা ও সংরক্ষণে পথ দেখায়। প্রকৃতিকে রক্ষা করা ভারতীয় সংস্কৃতির অংশ। প্রজেক্ট টাইগারের সাফল্য শুধু ভারতের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য গর্বের বিষয়।”

কেভিন পিটারসেন একজন প্রাণী সংরক্ষণবাদী হিসেবে সুপরিচিত। যিনি পরিত্যক্ত বা আহত গন্ডার উদ্ধার ও পুনর্বাসনের জন্য তার দাতব্য SORAI (Save our Rhino’s in Africa and India) কাজ করে চলেছে। মার্চ মাসে নয়াদিল্লিতে G20 সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version