Winter Fashion : শীতেও চাই ফ্যাশনেবল পোশাক! গরম কাপড়ই দেবে নতুন লুক

।। প্রথম কলকাতা ।।

Winter Fashion : দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শীত। এখনও পর্যন্ত দিনের বেলা হালকা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামতেই গা শিরশির করতে শুরু করে। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় শীতের আমেজ বেশ পাওয়া যাচ্ছে। তাই এখন একেবারে হালকা পাতলা পোশাকে বাইরে বেরোনোটাও মুশকিল। এরপর জাঁকিয়ে শীত পড়লে মোটা শীতের পোশাক ছাড়া গতি নেই। শীতকাল আসতেই বাজারে বিভিন্ন শীতের পোশাকের দেখা মেলে। প্রতিবছরে এই পোশাকগুলির ডিজাইন বদলে যায়। আসে নতুন নতুন কত কিছু।

এই বছরের শীতে আপনাকে ঠান্ডা থেকে বাঁচাবে এবং একই সঙ্গে ফ্যাশনেবল লুক দেবে এমন কিছু গরম পোশাকের হদিশ রয়েছে এই প্রতিবেদনে। এই বছর ঠান্ডার হাত থেকে বাঁচতে কী কী ধরনের গরম পোশাক আপনি কিনে নিতে পারেন? যা একেবারে নতুন লুক দেবে আপনাকে। চলুন দেখে নেওয়া যাক –

* জ্যাকেট, ব্লেজার : পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু শীতে জ্যাকেট একটা সেফ অপশন হিসেবে রাখতেই পারেন। আপনার অফিস বলুন কিংবা কোন কাজে বাইরে বেরোনোর জন্য এই জ্যাকেট কিন্তু বেশ মানানসই। এছাড়াও একটা ব্লেজার ভীষণভাবে কাজে লাগতে পারে শীতে। এর ফলে শীতের হাত থেকেও বাঁচবেন এবং একইসঙ্গে দেখতেও বেশ ভালো লাগবে। বর্তমানে মহিলাদের লং জ্যাকেটের বেশ চাহিদা রয়েছে।

* ভেলভেটের পোশাক : শীতকাল মানেই যেন বিয়ের পারফেক্ট সিজন। প্রত্যেক বছর এই শীতের সময়েই বহু বিয়ের লগ্ন থাকে। কাজেই নিমন্ত্রিতদের সংখ্যাটাও নেহাত কম হয় না। তাই যারা এই রকম বিয়ের আমন্ত্রণ পেয়েছেন তাঁরা বিয়েতে যাওয়ার জন্য ভেলভেটের কোন পোশাক বেছে নিতেই পারেন। এখন বাজারে ভেলভেটের কারুকার্য করা কামিজ, কুর্তি, এমন লং ড্রেস পর্যন্ত পাওয়া যাচ্ছে। যা পড়তেও বেশ আরামদায়ক এবং শীতের হাত থেকেও রক্ষা করবে। যেহেতু ভেলভেটের এই পোশাকগুলোর উপরে সুন্দর কারুকার্য করা থাকছে তাই বিয়ে বাড়িতে খুব সহজেই পড়ে যাওয়া যাবে।

* ঢিলেঢালা পোশাক : এখন আর শীতকাল মানেই মোটা আঁটোসাঁটো জামাকাপড় নয়, ঢিলেঢালা শীতের পোশাকের বেশ চাহিদা রয়েছে বাজারে। উলের কাজের সোয়েটার পছন্দ করছেন অনেকেই। জিন্সের সাথে মেয়েরা পেয়ার আপ করছেন ক্রপ জ্যাকেট কিংবা ক্রপ ফ্রি সাইজ টি-শার্ট এর মত সোয়েটার।

* এছাড়াও ছেলেমেয়েদের সোয়েটারের ক্ষেত্রে বাজারে বিভিন্ন রকমের ডিজাইন মিলছে। নিত্য নতুন ধরনের সোয়েটার পাওয়া যাচ্ছে অনলাইনেও। শীতের পোশাকের কথা বলতে গিয়ে হুডির কথা না বললেই নয়। তরুণ তরুণীদের কাছে হুডি একটা বেশ জনপ্রিয় শীতের পোশাক। কারণ শীতকালে একটা ফুলহাতা টি শার্ট তার উপর একটা হুডি এবং সাথে ডেনিম জিন্স আর পায়ে স্নিকার্স একেবারে পারফেক্ট কম্বিনেশন।

এছাড়াও মধ্যবয়স্ক মহিলারা শাল পড়তে ভীষণ পছন্দ করেন। তাই প্রত্যেক বছর বাজারে শালের চাহিদাও থাকে ভীষণ। এটা একেবারেই নতুন ধরনের কোন পোশাক নয়। বহু বছর ধরে শীতকালে শাল ব্যবহারের প্রচলন রয়েছে। ঐতিহ্য বজায় রেখে এখনও পর্যন্ত শীতে বহু মহিলাই শাল পড়তে বেশ পছন্দ করেন আর তাদের পছন্দের তালিকায় বিশেষ করে জায়গা করে নেয় কাশ্মীরি শাল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version