Parliamentary Meeting: “আমি মোদী, আমার নামের সঙ্গে ‘জি’ যোগ করবেন না”, কেন এমন বললেন প্রধানমন্ত্রী?

।। প্রথম কলকাতা ।।

Parliamentary Meeting: তিন রাজ্যে জয়ের পর উচ্ছ্বসিত বিজেপি। বিজেপি নেতারা এই জয়ের কৃতিত্ব অনেকাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বিজেপি সংসদীয় দলের বৈঠকে বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী মোদী হলে পৌঁছতেই সাংসদরা স্লোগান দিতে শুরু করেন ‘মোদীজিকে স্বাগত।’ এর পরে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী মোদীকে মালা দিয়ে এবং শাল দিয়ে সম্মান জানান। এরপর সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি মোদী, আমাকে মোদীজি বলে জনগণ থেকে দূরে রাখবেন না।

প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে মোদীজি নয়, মোদী বলা উচিত। সাংসদরা যদি তাঁকে মোদীজি বলে ডাকেন, তাহলে তা তাঁকে সাধারণ জনগণ থেকে দূরে সরিয়ে দেবে। মোদীর পুজো করলে সাধারণ মানুষ তাঁকে নিজেদের থেকে আলাদা ভাবতে শুরু করবে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী এটা চান না। তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মোদী সর্বদা জনসাধারণকে বন্ধু, ভাই-বোন, আমার সহকর্মী এবং আমার পরিবারের সদস্যদের মতো শব্দ দিয়ে সম্বোধন করেন। এর মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের সঙ্গে ভালো সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন।

জয় মোদীর একার নয়

বিজেপি পার্লামেন্টারি পার্টির বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ৩টি রাজ্যে জয় তাঁর একার নয়, এটি কর্মীদের সম্মিলিত বিজয়। প্রধানমন্ত্রী মোদী বিজেপি সাংসদদের আরো বলেন, সবাই একসাথে কাজ করেছে। সবাইকে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করতে হবে। উন্নত ভারত সংকল্প যাত্রায় নিযুক্ত হওয়ার আহ্বান জানান।

সাংসদের নরেন্দ্র মোদীর গুরু মন্ত্র

বিজেপি সাংসদদের গুরু মন্ত্র দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, দলগত কাজের জন্য ৩ রাজ্যে জয় অর্জিত হয়েছে। ভারত সংকল্প যাত্রায় জোরালোভাবে অংশগ্রহণ করতে হবে। এলাকায় গিয়ে উপকারভোগীদের সঙ্গে দেখা করতে হবে। বিশ্বকর্মা যোজনা প্রতিটি মানুষের কাছে নিয়ে যান। সরকারি পরিকল্পনা প্রচার থেকে শুরু করে, নিজ নিজ এলাকায় কর্মীদের সাথে যোগাযোগ রাখা জরুরি। রাজ্যগুলিতে বিজেপির ৫৮ শতাংশ পুনরাবৃত্তি সরকারের রেকর্ড রয়েছে। সেই জায়গায় কংগ্রেসের রেকর্ড মাত্র ১৮ শতাংশ। লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত তৈরি করা। এই কাজে সংসদ সদস্যদের মাঠে নেমে কাজ করতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version