Teacher Recruitment: বিপুল সংখ্যক অ্যাসিস্ট্যান্ট এবং প্যারা-টিচার নিয়োগ রাজ্যে , আজই শেষ সুযোগ

।। প্রথম কলকাতা ।।

Teacher Recruitment: হাতে মাত্র আর কয়েক ঘণ্টা সময়। এর মধ্যে আবেদন না করলে হাত ছাড়া হয়ে যেতে পারে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্যারা টিচার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরির এই সুযোগ দেওয়া হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

আবেদনের তারিখ

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। সেখানে জানানো হয়েছিল, ২১ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেই অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় শুরু হয়। তবে শেষ তারিখ দেওয়া হয়েছিল ১৪ নভেম্বর ২০২২। পরবর্তীতে যদিও আবেদনের তারিখ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। ২১ নভেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আরও বিশদ তথ্য মিলবে ১৫৭৩/WBBPE/২০২২ নম্বর বিজ্ঞপ্তিতে।

চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন এর মান্যতা অনুযায়ী নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এছাড়াও যারা বর্তমানে ডিএলএড এবং ডিএড করছেন তাঁরাও আবেদন করতে পারেন। অন্যদিকে এনসিটিই-এর নির্দেশিকা অনুযায়ী, টেট উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একইসঙ্গে বি.এড প্রশিক্ষণ পার্ট ১ পরীক্ষায় যারা উত্তীর্ণ (সেশন ২০২০) তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

এসসি, এসটি এবং ওবিসি-এ এবং ওবিসি-বি এর অন্তর্গত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর এই চাকরিতে । প্রাক্তন সৈনিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তাদের জন্য নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে ১১৮০০ টি।

আবেদনকারীদের বয়সসীমা

উপরে উল্লেখিত যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয় তবে তাঁরা অনায়াসে আবেদন করতে পারবেন । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে থাকবে কিছুটা ছাড়।

কী ভাবে আবেদন করবেন ?

অফিসিয়াল ওয়েবসাইট WWW.wbbpe.org অথবা wbbprimaryeducation. Org এর মাধ্যমে আবেদন করতে পারেন আগ্রহী চাকরিপ্রার্থীরা।

আবেদন ফি

জেনারেল ক্যাটাগরির উপযুক্ত এবং যোগ্য প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ওবিসি এ কিংবা বি ক্যাটাগরির যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০ টাকা। এসসি কিংবা এসটি অথবা প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version