কেমন হবে আপনার সপ্তমীর সাজ? সাবেকি নাকি ফিউশন! কোন সাজে হয়ে উঠবেন অনন্যা

।। প্রথম কলকাতা ।।

পুজো তো এসেই গেল। অনেকেরই কেনাকাটা সাড়া। ছোট-বড় সবার মনেই দুর্গাপুজো নিয়ে থাকে নানা জল্পনা কল্পনা। পুজোয় কী পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন এ নিয়ে সবাই থাকেন চিন্তিত। এখন শুধু চারদিনের জন্য পোশাক বাছাই করে রাখার পালা। কেমন হবে সপ্তমীর সাজ? সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। দিনের বেলায় ন্যাচারাল লুক ধরে রাখতে বিশেষ নজর দিন। এ সময় মন্দিরে বা পুজোর অঞ্জলি দিতে যান সবাই। এ কারণে ভারি মেকআপ ধরে রাখা বেশ কষ্টকর। তাই সাজুন হালকাভাবেই।

সপ্তমীর রাত মানে উৎসবের আঁচ ক্রমশ ঊর্ধ্বমুখী। অষ্টমীর রাতের জন্য জমাটি সাজ তুলে রাখতে চাইলে সপ্তমীর সন্ধ্যায় হালকা সাজতে পারেন। অষ্টমীতে অনেকেই সাবেকি সাজ পছন্দ করেন। তাই সপ্তমীর ভরসা হতে পারে ফিউশন। পুজোতে শাড়ি পরতেই পছন্দ করেন বেশির ভাগ মহিলা। সকলের চেয়ে একটু আলাদা দেখাতে শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে পরে নিতে পারেন ক্রপ টপ। বেশ অধুনিক হবে সাজ। এমন পোশাকের সঙ্গে হার নয়তো কানের দুল— কোনও একটি পরতে পারেন। লম্বা হারের বদলে ‘নেকপিস’ জাতীয় কিছু পরতে পারেন। কুর্তির সঙ্গেও এখন অনেকে শাড়ি পরেন। তেমন করেও পরতে পারেন। সুন্দর দেখাবে। সঙ্গে কোমরে একটা বেল্ট পরে নিলে সাজ হবে একেবারে আলাদা। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা ঝুলের হার পরুন। কানের পরতে চাইলে ছোট কিছু পরুন।মনে রাখবেন, ঝোলা দুল এই ধরনের পোশাকের সঙ্গে যাবে না।

শাড়ি পরতে না চাইলে শরারা প্যান্টের সঙ্গে বেশ কারুকাজ করা ক্রপ টপ পরতে পারেন। এ বার পুজোয় কম বয়সিদের মধ্যে শরারা প্যান্টের আলাদা একটা চাহিদা রয়েছে। চাইলে সঙ্গে একটি ওড়না নিতে পারেন। তবে ওড়না নিলে একটু কায়দা করে ব্যবহার করতে হবে।সালোয়ার কামিজের মতো সামনে দিয়ে ঝুলিয়ে নিলে হবে না। এর সঙ্গে বেশি গয়না না পরলেও চলবে। খুব বেশি মেক আপেরও প্রয়োজন নেই। ‘নো-মেক আপ’ লুক তৈরি করতে পারেন। হাঁটু ঝুল রঙিন কোনও কুর্তির সঙ্গে পরতে পারেন ডেনিম জিন্‌স। পায়ে সাদা স্নিকার্স। জমকালো সাজের ভিড়ে এমন ছিমছাম সাজেই হয়ে উঠতে পারেন অনন্যা।

সপ্তমীর সন্ধ্যার জন্য একেবারে আদর্শ পোশাক হতে পারে ‘ওয়ান পিস’। শাড়ি, সালোয়ার-কামিজ এবং অন্যান্য সাবেকি পোশাক পরার জন্য তো অষ্টমী, নবমী, দশমী রইলই ।সপ্তমীর সাজে নতুনত্ব আনতে ভরসা রাখতেই পারেন এমন পশ্চিমী ঘরানার পোশাকে। আরামদায়ক আবার শৌখিনীও। আলাদা করে সামলানোরও ঝক্কিও নেই। ফুল কভারেজ ফাউন্ডেশনের বদলে এদিন বিবি বা সিসি ক্রিম ও কমপ্যাক্ট ব্যবহার করে মেকআপের বেইজ করুন। তার আগে সানস্ক্রিন মাখতে ভুলবেন না। এরপর আইব্রো সেট করে চোখে আইশ্যাডো, কাজল, আইলাইনার ও মাশকারা ব্যবহার করুন। সবশেষে দুই গালে ব্লাশন জড়িয়ে নিন হালকাভাবে। চাইলে হাইলাইটারও ব্যবহার করতে পারেন। ঠোঁটে লাগাতে পারে ন্যুড বা হালকা গোলাপি রঙের লিপস্টিক। সবশেষে সেটিংস স্প্রে ব্যবহার করলে দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকবে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version