Whatsapp: হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ কীভাবে দেখবেন? জেনে নিন সহজ ট্রিক

।। প্রথম কলকাতা।।

Whatsapp: হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ভুল করে মুছে ফেলেছেন অর্থাৎ ডিলিট (Deleted Message) করে ফেলেছেন? কিন্তু ওই ডিলিট হয়ে যাওয়া মেসেজ এ কি লেখা ছিল তার জন্য জানার আগ্রহ তীব্র ? কি ভাবে অতি সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরায় দেখবেন আপনারা ? চিন্তা কিসের ! আজকের প্রতিবেদনে সেই সমস্যার সমাধান জানাবো আপনাদের।

আপনার নিশ্চয় এতদিন জানেন হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার সময়ে দুটি অপশন আসে। একটি ডিলিট ফর মি। অপরটি ডিলিট ফর এভারিওয়ান। ডিলিট ফর এভারিওয়ান সিলেক্ট করলেই মেসেজ সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। যিনি পাঠিয়েছেন এবং প্রাপক- দুজনেই মেসেজটি আর দেখতে পারেন না। এই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখবেন কি ভাবে? যদিও হোয়াটসঅ্যাপ এর তরফে নির্দিষ্ট কোনও ফিচার নেই যার মাধ্যমে কোনও ডিলিটেড মেসেজ দেখা সম্ভব। কিন্তু কীভাবে তা সম্ভব?

বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পুরো কাজটি করা সম্ভব হবে। তার জন্য বিশেষ একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এগুলি মূলত নোটিফিকেশন ট্রাকিং অ্যাপ। এই অ্যাপগুলি অন্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করতে ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হল WhatsRemoved+। প্রথমে oogle Play Store থেকে ডাউনলোড করুন এই এই অ্যাপটি। অ্যাপটি ডাউনলোড করে কয়েকটি Permission দিতে হবে ৷ ‘Delete for Everyone’ করা সমস্ত মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷ তারপর থেকে অনায়াসে আপনি ডিলিট হয়ে যাওয়া মেসেজ নিজেই দেখতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version