।। প্রথম কলকাতা ।।
Union Budget 2023: এসে গেছে সেই গুরুত্বপূর্ণ সময়। সারা বছর কোন পণ্যের দাম বাড়বে, আর কোন পণ্যের দাম বাড়বে না সে বিষয়ে বিস্তারিত জানাবেন দেশের অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ২০২৩ এর বাজেট পেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেট নিয়ে গোটা দেশ জুড়ে কম উচ্ছ্বাস নেই। দেশবাসী এখন বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। কারণ গত এক বছর মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় সাধারণ মানুষ হেঁসেল সামলাতে বেশ বিপাকে পড়েছেন। ২০২৩-২৪ এর কেন্দ্রীয় বাজেটকে (Union Budget) কেন্দ্র করে নতুন আশার আলো দেখছে দেশবাসী।
গত বছরের মতোই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে সংসদে বাজেট সংক্রান্ত একটি বক্তৃতা দেবেন। বক্তৃতা শুরু হবে সকাল ১১ টায়। গত দু’বছর তিনি বাজেট বক্তৃতায় কাগজ ব্যবহার করেননি। সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ডিজিটাল মাধ্যম। এবারেও ঠিক তাই হবে। যদি ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট সরাসরি দেখতে চান তাহলে সংসদ টিভি বা দূরদর্শনে দেখতে পাবেন। বাজেটে সরাসরি সম্প্রচার হবে পিআইবি, দূরদর্শন, সংসদ টিভি প্রভৃতি জায়গায়। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাজেট মোবাইলে অ্যাপে কেন্দ্রীয় বাজেট ২০২৩ এর সমস্ত নথি দেখতে পাবেন। তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ বাজেট বক্তৃতা হতে পারে প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত। গত বছর বাজেট বক্তৃতা ছিল প্রায় ৯২ মিনিটের। ঠিক তার আগের বছর অর্থাৎ ২০২০-২১ এর বাজেট বক্তৃতা ছিল প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের।
আপাতত মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ এই বাজেটে কিছু সুরাহা পাবেন কিনা সেই আশায় বুক বেঁধেছেন দেশবাসী। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই বিষয়টি বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। বাজেটের পূর্ণাঙ্গ সুচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটে অর্থমন্ত্রী সরকারি বাসভবন থেকে যান নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের অফিসে। সেখান থেকে বাজেটের অনুলিপি নিয়ে যান সংসদে। সকাল ৯ টায় তিনি অর্থমন্ত্রকে গেট নম্বর দুই দিয়ে বের হয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অর্থমন্ত্রীদের একটি ফটো সেশন হবে। সকাল দশটায় নির্মলা সীতারামন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুমোদন নিয়ে বাজেট বহিখাতা সহ পৌঁছাবেন সংসদে। ১০টা ১০মিনিট নাগাদ তিনি মন্ত্রিসভার সঙ্গে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে বাজেটের আনুষ্ঠানিক একটি অনুমোদন হলে তিনি সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন। বিকাল ৩টের সময় বাজেট পেশের পর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে মূলত বাজেট ঘোষণার মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম