Side Effects Of Keratin : নিষ্প্রাণ রুক্ষ চুলের যত্নে কেরাটিন কতটা ভরসাযোগ্য ? জানুন বিকল্প

।। প্রথম কলকাতা ।।

Side Effects Of Keratin : সময় যত উন্নত হয়েছে ততই মানুষ নতুন নতুন জিনিসের আবিষ্কার করেছে । নিজের যত্নে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের সাজ পোশাকেও এসেছে বহু পরিবর্তন। তার সবথেকে বড় উদাহরণ হল চুল ( Hair) । কোন সময় চুলে ইচ্ছামত রঙ করিয়ে নেওয়া হচ্ছে, কখনও আবার কারও প্রাকৃতিক কোঁকড়ানো চুলে হিট প্রয়োগ করে একেবারে সোজা করে নেওয়া হচ্ছে। কখনও কখনও আবার ইচ্ছে হলেই সোজা চুলকে করে নেওয়া হচ্ছে ঢেউ খেলানো। এতে চুলের উপর কম অত্যাচার হচ্ছে একথা বলাই যায় না।

তাই চুলের যত্নে অনেকেই হাত বাড়ান কেরাটিন ট্রিটমেন্টের ( Keratin Treatment) দিকে। কিন্তু কেরাটিন চুলের যত্ন নেওয়ার জন্য কতটা উপকারী ? আদৌ কি এর কোন উপকার আছে নাকি অপকারটাই বেশি ? আজকের প্রতিবেদনে রয়েছে সেই তথ্যই। বিশেষজ্ঞরা বলছেন, কেরাটিন হল এক ধরনের প্রোটিন ( Protein) যা এমনিতেই মানবদেহে উপস্থিত থাকে। এটি মানব দেহের ত্বক, চুল এবং নখের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যদি চুলে কেরাটিন ট্রিটমেন্ট করানো হয় তাহলে তা অল্প সময়ের জন্য ভালো ফল দিতে পারে। কিন্তু যতই হোক বাইরে থেকে কেরাটিন প্রয়োগ করা হচ্ছে মানেই তার মধ্যে কিছু না কিছু এমন উপাদান রয়েছে যা আপনার চুলে ক্ষতি করতে পারে।

এক্ষেত্রে সেই উপাদানটি হল ফরমালডিহাইড ( Formaldehyde) নামক এক ধরনের যৌগ। যে সকল বাজার চলতি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীতে কেরাটিন থাকার দাবি করা হয় , সেখানে ফরমালডিহাইডের উপস্থিতি রয়েছে। এই যৌগটি চোখের অস্বস্তি থেকে শুরু করে হাঁচি ,কাশি ,গলা ,ব্যাথা ,শ্বাসকষ্ট, এলার্জি এমনকি ঘুম ঘুম ভাবের কারণ পর্যন্ত হতে পারে। তাই কেরাটিন ট্রিটমেন্ট করালে ভালো এবং খারাপ দুটি দিক মাথায় রেখেই করানো উচিত। যদিও এর বিকল্প হিসেবে আরও বেশকিছু পদ্ধতি রয়েছে।

১. প্রথমটি হল হেয়ার বোটক্স ( Hair Botox) । সাধারণত এই পদ্ধতি অ্যান্টিঅক্সিডেন্ট , ভিটামিন এবং কোলাজেন সমৃদ্ধ। তাই চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে এই পদ্ধতি আপনার সাহায্য করতে পারে। এটি খুব বেশিদিন স্থায়ী হয় না। আপনি যদি ট্রিটমেন্ট করানোর পর ছয় মাস সঠিক মত পরিচর্যা করতে পারেন তাহলেই হেয়ার বোটক্সের রেশ থাকবে । তারপর আপনাকে আবার নতুনভাবে করাতে হবে।

২ . ৮টি পর্যায়ে বিভক্ত ওলাপ্লেক্স হেয়ার ট্রিটমেন্ট ( Olaplex Hair Treatment) । সাধারণত যারা কিছুদিন অন্তর অন্তর চুলে নতুন নতুন রঙ করার জন্য ব্লিচ প্রয়োগ করে থাকেন তাদের চুলের যত্নে এই ওলাপ্লেক্স হেয়ার ট্রিটমেন্ট অত্যন্ত কার্যকরী। কয়েক ধাপে এই ট্রিটমেন্ট হয়ে থাকে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version