Aparajita Adhya: অপরাজিতা আঢ্য নাচ শেখাতে কত নেন ? অভিনেত্রীর কাছে নাচ শিখতে চাইলে জানুন খুঁটিনাটি

।। প্রথম কলকাতা ।।

Aparajita Adhya: ভারি চেহারায় নাচের জন্য অপরাজিতা আঢ্যকে শুনতে হয়েছে নানা কথা কিন্তু জল থই থই ভালোবাসার কোজাগরীর নাচ যে প্রাণ। অপরাজিতা আঢ্যর কাছে নাচ শেখাতে চান? অল্প খরচে আপনার ছেলেমেয়েকে অপরাজিতার স্কুলে ভর্তি করে স্বপ্নপূরণ করতে পারেন। নাচ শেখাতে মাস প্রতি কত নেন অপরাজিতা আঢ্য? কোজাগরীর কাছে বয়স কোনও বাধাই নয়, অনেকেরই ধারণা নাচ যদি শিখতে হয় তাহলে ছোট থেকেই শিখতে হবে বড় হয়ে নাচ শেখা সম্ভব নয়, সেই ধারণাই এবার ভুল প্রমাণিত করলেন অপরাজিতা আঢ্য। লক্ষ্মী কাকিমার নাচের স্কুলের ভর্তি কীভাবে হবেন ? দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। নিজস্ব নাচের স্কুল রয়েছে অপরাজিতার। সম্প্রতি বেহালাতেও নিজের এলাকায় শুরু করেছেন নতুন ডান্স ক্লাস। তবে আপনি যদি নাচ শিখতে চান অপরাজিতা কাছে, তাহলে কত টাকা দিতে হবে আপনাকে?

এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে সম্প্রতি বেহালায় নাচের স্কুল খুলেছেন। হাওড়াতেও নাচের স্কুল রয়েছে তাঁর। তাতে রয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি ছাত্র ছাত্রী। বেহালা ও হাওড়ায় তাঁর কাছে নাচ শিখতে লাগে মাস প্রতি ৭০০ টাকা। তাঁর নাচের স্কুলের ক্লাস নেন মালা সেন। তিনি যেদিন সময় পান সেদিন যান ক্লাসিক্যাল বেস থেকে ক্রিয়েটিভ, ফিউশন সবটাই শেখানো হয়। অপরাজিতার স্কুলে শনি ও রবিবার দুদিন ক্লাস হয়। শনিবার ওয়েস্টার্ন আর রবিবার ইন্দো-ওয়েস্টার্ন ডান্স শেখানো হয়। বছরের যে কোনও সময় ভর্তি হওয়া যায়। বেহালার স্কুলটা অল্প কিছুদিন হল চালু হয়েছে। যেখানে আবার জানুয়ারি থেকে সেশন শুরু এমনটাই জানা গিয়েছে।

নাচ ভালবাসেন ছোট থেকেই। বহুবার বহু কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু যা ভালোবেসেছেন তা ছেড়ে দেননি কোনওদিন। এখনও মাঝে মাঝে রিল বানান। তাতে নেটিজেনরা নানা মন্তব্য করে থাকেন। কিন্তু তা তোয়াক্কা করেন না। রুপোলি দুনিয়ার একজন স্টারের ডান্স স্কুলে এত কম খরচে ভর্তি হওয়ার সুযোগ মধ্যবিত্ত পরিবারের কাছে সুবর্ণ সুযোগ, অপরাজিতা আঢ্যর এই ভিডিও দেখে বলছেন অনেকেই। তিনি নিজে ভিডিওতে জানিয়েছেন আমরা মনে করি যে হাঁটে সে নাচতেও পারে তাই যে কোনও বয়সে আমাদের নাচের স্কুলে ভর্তি হওয়া যায়। তবে ছোট-বড় সবাইকে আলাদাভাবে শেখানো হয়।

ধারাবাহিক লক্ষ্মীকাকিমা সুপারস্টারের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা। জল থই থই ভালোবাসাতেও এক মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এমন এক মা, যিনি সংসার চালানোর পাশাপাশি, নাচে, গান, আবৃত্তি সবেতেই পারদর্শী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক অভিনয় করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন অপরাজিতা। অনেক দর্শকই তাঁকে দেখার জন্য হলে যেতে পারেন না। তাঁকে দেখার জন্য অনেকেই ছোটপর্দায় চোখ রাখেন, অপেক্ষা করেন তিনি কবে ছোটপর্দায় আসবেন। তাঁদের কথা ভেবেই, ছোটপর্দায় ফেরা অপরাজিতার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version