Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বাংলায় কার দখলে কতগুলি আসন ? সমীক্ষা বলছে…

।। প্রথম কলকাতা ।।

Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক দলগুলি নিজের মতো ঘর গুছোতে শুরু করেছে। ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা। দেশে যদি এখন লোকসভা ভোট হয়, তাহলে বাংলায় কোন দল কত আসন পেতে পারে, তা এই সমীক্ষায় বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে ৪৪ শতাংশ ভোট। বাংলা থেকে বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৯ শতাংশ ভোট। পাশাপাশি, কংগ্রেসের বঙ্গ নেতৃত্ব তৃনামলের সঙ্গে জোট করতে নারাজ। সেক্ষেত্রে বামেদের সাথে তারা জোট করলে তাদের ঝুলিতে যেতে পারে ৭ শতাংশ ভোট। বাম কংগ্রেসের জোটকে বাদ দিয়ে যদি তৃণমূল ও কংগ্রেস জোট বেঁধে লড়ে, তাহলে তাদের সম্মিলত ভোট শতাংশ প্রায় ৫০ শতাংশের কাছাকাছি চলে গেলেও যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

‘মোদী হ্যা তো মুমকিন হ্যা’… এই কথা বঙ্গে কতটা ফলপ্রসূ হবে সেটার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সকলেই। কারণ, বাংলার প্রায় ৩৬ শতাংশ মানুষ নমোর কাছে সন্তুষ্ট। আবার খুব একটা সন্তুষ্ট নন এর নিরিখে শতাংশের হার ৩৭। অন্যদিকে সন্তুস্টর থেকে ৩ শতাংশ কমে অসুন্তুষ্টির তালিকায় ৩৩ শতাংশ।

নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে কাকে সমর্থন করবেন? এবিপি-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী যে তথ্য পাওয়া গিয়েছিল সেটি হল, ৫৯ শতাংশ মানুষই নাকি বলেছেন, মোদীকেই তাঁরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩২ শতাংশ মানুষ। বাকি ৪ শতাংশ মানুষ এই দুজনকেই তাদের পছন্দের তালিকা থেকে বাদ রেখেছেন। দেশ ছাড়াও বাংলা কার দিকে ঝুঁকে রয়েছে? সমীক্ষা বলছে , রাজ্যের ৬০ শতাংশ মানুষই তাঁরা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দেখতে চাইছেন। এদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সমীক্ষায় মাত্র ৩৫ শতাংশ মানুষ।

প্রধানমন্ত্রী তো আর রাজ্যের জন্য সীমাবদ্ধ থাকে না রাজ্যের সীমানা পেরিয়ে দেশের দায়িত্ব কাঁধে ওঠে প্রধানমন্ত্রীর। সেই ক্ষেত্রে দেশের জনগনের মধ্যে ৩০ শতাংশ তাঁরা মোদীর কাজে ততটাও সন্তুষ্ট নন। আর ২১ শতাংশ মানুষ জানান, মোদীর কাজে তাঁরা অসন্তুষ্ট।

এরপর যদি আলোচনায় আসা যায় বঙ্গে কার প্রভাব পড়বে কতটা ? কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে পারে ? সমীক্ষা বলছে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে ২৩ থেকে ২৫টি আসন। বিজেপি পেতে পারে ১৬ থেকে ১৮টি আসন। বাম -কংগ্রেস জোট মেরে কেটে ২ টো আসন পেলেও পেতে পারে। কিন্তু অপরদিকে যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়াইয়ে নাম এই আসন সংখ্যার হেরফের হতে পারে অনেকটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version