Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, কী হয়েছে কংগ্রেস নেত্রীর?

।। প্রথম কলকাতা ।।

Sonia Gandhi: বুধবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রাক্তন সভাপতি। কয়েক মাস আগে মেডিক্যাল চেক-আপের জন্য বিদেশ গিয়েছিলেন তিনি। মনে হচ্ছে, এবারও রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন নেত্রী।

‘Deccan Herald’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেয়ে প্রিয়াঙ্কা ভদ্রা তাঁর সঙ্গে হাসপাতালে এসেছেন। তাঁদের মতে শ্বাসকষ্টে ভুগছেন সোনিয়া। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকেই অসুস্থ ছিলেন কংগ্রেস নেত্রী। তাই ফিরে এসেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা (Priyanka Gandhi Vadra)। ‘India Today’ সংবাদমাধ্যম অনুযায়ী, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রা সোমবার দিল্লির কাশ্মীর গেট থেকে আবার শুরু হয় এবং মঙ্গলবার সকালে গাজিয়াবাদ সীমান্তের লোনি হয়ে উত্তর প্রদেশ প্রবেশে করে। গাজিয়াবাদ সড়কে প্রবল যানজটের খবর পাওয়া গিয়েছে। কংগ্রেস দলের যাত্রার জন্য নির্ধারিত রুটে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যার ফলে বিকল্প পথে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রা গত ১০৮ দিনে ৪৯টি জেলা ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করেছে। যাত্রায় তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও AIIMS-এ ভর্তি হয়েছিলেন।

শেষবার সোনিয়া গান্ধীকে জনসাধারণের মাঝে দেখা গিয়েছিল ২৮ ডিসেম্বর। জাতীয় রাজধানীতে ২৪ ডিসেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। এর আগে ২০২২-এর জুনে কোভিড (Covid-19) সম্পর্কিত সমস্যার কারণে গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। সেই সময় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছিলেন যে, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version