।। প্রথম কলকাতা ।।
Horse Diaper: ঘোড়া পরেছে ডায়াপার। ভেবে অবাক হলেন তো? বাজারে শুধু বড়দের জন্যই নয়, ঘোড়ার জন্য বিশেষ ডায়াপার পাওয়া যায়। ডায়াপার পরে রাস্তায় দৌড়াচ্ছে ঘোড়া, বেঁচে যাচ্ছে পরিবেশ। রাস্তায় এতটুকু ময়লা বা দুর্গন্ধ নেই। এমন উদ্যোগ দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে গোটা বিশ্ব। এই দৃশ্য মধ্যপ্রাচ্যের গাজার।
কৃষিপণ্য থেকে শুরু করে পরিবহনের বেশিরভাগ ক্ষেত্রে গাজায় ঘোড়া কিংবা গাধায় টানা গাড়ি ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রচুর সুবিধা। জ্বালানি তেলের ঝঞ্ঝাট না থাকায় পরিবেশ দূষণের পরিমাণও কম আবার খরচ কম। কিন্তু বেশ সমস্যায় পড়েছিলেন গাজাবাসী। একদিকে সুবিধা থাকলেও অপরদিকে অসুবিধা রয়েছে। প্রাণীগুলির মল রাস্তায় পড়ে বিশ্রী ভাবে পরিবেশ নোংরা হচ্ছিল। এছাড়াও বিকট দুর্গন্ধ রয়েছে। রাস্তায় যত্রতত্র ঘোড়ার মল পড়ে থাকায় মাছির উপদ্রবের পাশাপাশি বাড়ছিল নানান অসুখ বিসুখের সমস্যা। তবে এই সমস্যায় আর ভুগতে হবে না গাজাবাসীকে।
এখনকার গাজা চিত্র আর আগেরকার গাজার চিত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোথাও এতটুকু ময়লা পড়ে নেই। এই সুন্দর উদ্যোগ শুরু হয়েছে কয়েকজন পরিবেশবিদ কর্মীর হাত ধরে। রাস্তা পরিষ্কার রাখতে আর সভ্যভাবে বাঁচতে ঘোড়াকে ডায়াপার পরাচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেলেই চোখে পড়বে এই বিচিত্র ঘটনা। আসলে ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে ডায়াপারের মতো একটা বিশেষ ব্যাগ। যেখানে জমা পরছে প্রাণীগুলোর মল মুত্র। রাস্তাঘাট আর নোংরা হয় না, উপরন্তু ওই ব্যাগে জমা হওয়া নোংরা সার হিসেবে কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে। একেই হয়ত বলে এক ঢিলে দুই পাখি মারা। যা পরিবেশের ক্ষতি করছিল, তা এখন মানুষের উপকারে লাগছে। সত্যি গাজার এই উদ্যোগ প্রশংসনীয়।
যদিও শুধু গাজা নয়, ঘোড়ার এই ধরনের ডায়াপারের প্রচলন বিশ্বের বহু দেশেই রয়েছে। জানলে আশ্চর্য হবেন, অনলাইনে পণ্য কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ঘোড়া গাধার মতো প্রাণীদের ডায়াপার বিক্রি হয় এবং তা বেশ জনপ্রিয়। বছর দুয়েক আগে কলকাতার ময়দান আর ভিক্টোরিয়া চত্বর ঘোড়ার মল মুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায়, ময়দান চত্বরে ঘোড়ায় টানা গাড়িগুলির জন্য ডায়াপারের ব্যবস্থা করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম