Road Accident : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, একসঙ্গে মৃত্যু সাত শ্রমিকের

।। প্রথম কলকাতা।।

Road Accident : পেটের টানে সংসার চালাতে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই শ্রমিক দল । তবে তাদের পরিকল্পনার মতো হল না কিছুই। গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে তাদেরকে পিষে দিল এক ডাম্পার । ঘটনাটি ঘটে ওড়িশার ( Odisha) জাজপুরে । এই দুর্ঘটনায় গাড়িতে থাকা সাত জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁরা সকলেই উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana) বসিরহাটের বাসিন্দা বলে জানা যায় । এই দুর্ঘটনার কথা গ্রামে পৌঁছতেই স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ স্থানীয়দের মধ্যে।

পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে তা অনুসারে , নিহত শ্রমিকরা ( Workers) হলেন আমজাদ আলি সর্দার, জাহাঙ্গীর সর্দার, আমিরুল সর্দার, আরিফ সর্দার, করিম সর্দার, সুরজ সর্দার এবং টিঙ্কু সর্দার। এদের মধ্যে সুরজ ছিলেন গাড়িচালক। এরা প্রত্যেকেই বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সর্দার পাড়ার বাসিন্দা। বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে । তিন দিনের কাজের উদ্দেশ্যে ওড়িশায় যাওয়ার জন্য শুক্রবার বিকেলে একটি চার চাকা গাড়িতে করে রওনা দিয়েছিলেন এই সাতজন।

শনিবার ভোর চারটের দিকে তাঁরা ওড়িশা জাজপুরের ধর্মশালা থানার অন্তর্গত চণ্ডীপুর জাতীয় সড়কের কাছে গাড়ি দাঁড় করিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকাই মুহূর্তের মধ্যে একটি ডাম্পার ( Dumper ) এসে ধাক্কা মারে ওই চারচাকা গাড়িটিকে। দুমড়ে মুচড়ে যায় সেটি । তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধার করেন সাতজনকেই। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই সাত শ্রমিকের। এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খুঁজে বের করার কাজ শুরু করেছেন ধর্মশালার পুলিশ।

হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, বসিরহাটের এই শ্রমিক দল প্রতিদিন ৩০০ টাকা বেতন পাওয়ার আশায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন একটি পোল্ট্রি ফার্মে । তিন দিনের কাজে ৯০০ টাকা উপার্জন করে বাড়ি ফেরার কথা ছিল তাদের । কিন্তু মাঝপথেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনা বদলে দিল সম্পূর্ণ ছবিটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version