BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে মোটা বেতনের চাকরি, বিশাল সুযোগ বিএসএফ এ! কীভাবে আবেদন করবেন?

।। প্রথম কলকাতা ।।

BSF Recruitment 2023: আপনি যদি মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি খুঁজে থাকেন তাহলে সামনে রয়েছে এক দুর্দান্ত সুযোগ। মাসিক প্রায় ৬০ হাজার টাকার বেতনের চাকরি দিতে চলেছে বিএসএফ (Border Security Force)। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরীক্ষা (Exam) পদ্ধতি রয়েছে। অনেকেরই স্বপ্ন থাকে বিএসএফে (BSF) জয়েন করার। তাদের ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ হতে চলেছে। সম্প্রতি বিএসএফের বিপুল পদে নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ।

পদ: কনস্টেবল (ট্রেডসম্যান)

শূন্য পদের সংখ্যা: ১২৮৪ টি

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট: rectt.bsf.gov.in

আবেদনের শেষ তারিখ: ২৭শে মার্চ

বয়সসীমা: আগামী ২৭শে মার্চ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর। SC/ST/OBC ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।

বেতন: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানান সুযোগ সুবিধা রয়েছে।

এই পদের নিয়োগ প্রক্রিয়ায় ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। হিন্দি এবং ইংরেজিতে লিখিত পরীক্ষায় পাস করলে পিএসটি বা প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েসি টেস্ট, ট্রেড টেস্ট, ডিএমই বা বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্টেশন দিতে হবে। ১২৮৪ টি পদের মধ্যে মহিলাদের জন্য রয়েছে ৬৪ টি পদ এবং পুরুষদের জন্য রয়েছে ১২২০ টি পদ।

আবেদন পদ্ধতি

প্রথমে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন। সেখানে দেখবেন কনস্টেবল এক্সাম ২০২৩ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স বলে একটি অপশন রয়েছে। তার পাশেই রয়েছে ‘অ্যাপ্লাই হেয়ার’। এখানে ক্লিক করলে আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইন ফি জমা করতে হবে। এই পদের আবেদনের ক্ষেত্রে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি, আর কমন সার্ভিস সেন্টারে দিতে হবে এই ৪৭.২০ টাকা। পেমেন্ট করলে ফর্ম সাবমিট হবে। ভবিষ্যতে রেফারেন্সের জন্য অবশ্যই ফর্মের একটি প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version