Cyclone Remal: হাই অ্যালার্ট ! আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল

।। প্রথম কলকাতা ।।

 

Cyclone Remal: আয়লার মতো শক্তি! ধেয়ে আসছে রেমাল! লণ্ডভণ্ড করে দিতে পারে আপনার এলাকা। মাঝরাতে কোথায় আছড়ে পড়বে? কলকাতা কি আদৌ রক্ষা পাবে?
বাংলাদেশের ল্যান্ডফল হলেও পশ্চিমবঙ্গে বড় দুর্যোগ। সুন্দরবনের কপালে দুর্ভোগ। কোথায় আছড়ে পড়বে? ভাসিয়ে নিয়ে যেতে পারে প্রবল বৃষ্টি। কোথায় কোথায় রেড অ্যালার্ট? আবহাওয়া নিয়ে বড় আপডেট। রেমাল কী আপনার এলাকাতেও বড় দুর্যোগ ঘটাতে পারে?

 

সাগরের বুকে জন্ম হয়েছে ঘূর্ণিঝড় । বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে কোথায় সে নিয়েই আতঙ্ক বাড়ছে। কোন কোন জেলায় সব থেকে বেশি গতিতে আসবে ঘূর্ণিঝড়?

 

দুই ২৪ পরগনায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩০ কিলোমিটার।  কলকাতা-সহ বাকি চার জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩৪ থেকে ৪৫ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সেখানে জারি হলুদ সতর্কতা।

 

সাগরে শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে। সে সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কখনও দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্তও।

 

সোমবারও কি বৃষ্টি হবে কলকাতায়? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে সপ্তাহের প্রথম কর্মদিবসে মহানগরীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যেতে পারে।

 

ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এবং সোমবার সমুদ্রের উপর ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। ঢেউয়ের উচ্চতাও হবে স্বাভাবিকের চেয়ে বেশি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version