Weather Update: মুখভার আকাশের, কয়েক ঘন্টায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! কোন কোন জেলা ভিজবে?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: ৩১শে মার্চ শুক্রবার সকাল (Friday Morning) থেকেই আকাশের মুখ ভার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার (Kolkata) দিকে ধেয়ে আসতে পারে ঝড়-বৃষ্টি। বিশেষ করে বৃষ্টিতে ভিজতে পারে তিন জেলা। পাশাপাশি বইবে দমকা হাওয়া।

হাওড়া, কলকাতা আর উত্তর ২৪ পরগনা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভিজতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জলগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বইবে দমকা বাতাস। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ইতিমধ্যেই ঝড় বৃষ্টির আশঙ্কায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুতের কিংবা তুমুল বৃষ্টিপাতের সময় বাড়িতে থাকাটাই ভালো। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেও কমবেশি দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে। তারপর সকাল থেকেই আকাশ জুড়ে মেঘ। কলকাতায় শুক্রবার সারাদিন আংশিক মেঘলা সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর মালদা এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাতের হাত থেকে কবে রেহাই পাওয়া যাবে তা নিয়ে বঙ্গবাসী এখন বেশ ধন্ধে রয়েছেন। শীতের শেষ বেলায় যেখানে মার্চের শেষ মানে গরম পড়ার কথা, কিন্তু এখনো সেভাবে গরম পড়েনি। যদিও ভ্যাপসা গরমের অনুভূতি রয়ে গিয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার হেরফের ঘটতে পারে। হওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে কমবেশি বৃষ্টি হবে। পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। যার নেপথ্যে কাজ করছে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবাঞ্চলে তৈরি নিম্নচাপ। যার জেরে বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতা। শুক্রবার বিকেল কিংবা রাতের দিকেও বঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিতে ভিজবে যে জেলাগুলি

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব বর্ধমান। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এছাড়া অন্যান্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version