Gmail : প্রচারণামূলক ই-মেইলের কারণে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে সমস্যা? সমাধান আনছে জিমেইল

।। প্রথম কলকাতা।।

Gmail : দ্রুত প্রচারণামূলক ই-মেইল আনসাবস্ক্রাইব করার সুবিধা আনছে জিমেইল। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবার প্রচারণা চালাতে নিয়মিত ই-মেইল পাঠিয়ে থাকে। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের তথ্য জানার প্রয়োজন না হলেও নিয়মিত ই-মেইল পাঠাতে থাকে প্রতিষ্ঠানগুলো। এসব ই-মেইলের কারণে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয় । সেই কারণেই নয়া সিদ্ধান্ত জিমেইলের।

কী ভাবে করবেন ?

প্রচারণামূলক ই-মেইল আনসাবস্ক্রাইব করার জন্য বর্তমানে জিমেইলের ই-মেইল খোলার পর নিচের দিকে থাকা আনসাবস্ক্রাইব লিংকে ক্লিক করতে হয়। তবে নতুন এ সুবিধা চালু হলে ই-মেইলের শুরুতেই একটি পপআপ দেখা যাবে। পপআপ বার্তার সঙ্গে থাকা আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই আর কোনো ই-মেইল আসবে না সেই প্রতিষ্ঠান থেকে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানায় ক্লিক করে নিবন্ধন বাতিল করা যাবে।

উল্লেখ্য, নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকেই জিমেইল অ্যাপের ইনবক্সে থাকা একাধিক ই-মেইল নির্বাচন করা যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version