Rose Day: সদ্য প্রেমে পড়েছেন ? রেজ ডে-তে এই রঙের গোলাপ অবশ্যই দিন! নাহলে মনের মানুষ ধোঁকা দিতে পারে

।। প্রথম কলকাতা ।।

প্রেমের সপ্তাহ শুরু হয়ে গেল আজ থেকেই। নানান রঙের গোলাপ (Rose Day) দিয়ে মনের মানুষটিকে সারপ্রাইজ দেওয়ার দিনই রোজ ডে । লাল, হলুদ, কমলা নানা রঙের গোলাপে ছেয়ে গিয়েছে বাজার । তবে, জানেন কি এক এক রঙের গোলাপের এক এক রকম অর্থ । মনের মানুষটিকে গোলাপ দেওয়ার আগে জেনে নিন, কোন রঙের গোলাপের কী মানে ?ভুল রঙের গোলাপ দেওয়ার আগে ভালো করে জেনে নিন।

আপনি কি সদ্য প্রেমে পড়েছেন?তাহলে যা হোক একটা গোলাপ কিনে প্রেমিক বা প্রেমিকাকে দিয়ে বসবেন না কিন্তু!আজ বাজারে গোলাপের(Rose Day) দাম একটু চড়া থাকবে । কিন্তু তাতে কী!মনের মানুষের জন্য রোজ ডে-র দিন (Rose Day)বেশি দামে লাল গোলাপ কিনলেও ক্ষতি নেই।ভালবাসার রং লাল ।আর কাউকে লাল গোলাপ (Red Rose) দেওয়া মানে ভালবাসা জানানো । তাই যাঁকে আপনি ভালবাসেন বা ভালবাসার কথা জানাতে চান, তাঁদের জন্য লাল গোলাপই একদম ঠিক।

সাদা গোলাপ সাধারণত সকলকেই দেওয়া যায়। নতুন জীবন শুরুর জন্য এই গোলাপ ব্যবহার করা হয়। কাউকে মিস করলে আজ (Rose Day)আপনি পাঠাতে পারেন এই সাদা গোলাপ। আবার তেমনই হলুদ গোলাপ জীবনের মূল্যবান সম্পর্কের প্রতীক, বন্ধুত্বের প্রতীক। সেজন্য হলুদ গোলাপ পাঠিয়ে প্রিয়জনকে আপনার জীবনে তার গুরুত্ব বোঝাতে পারেন।
যদি কোনও মেয়ে বা ছেলে আপনার ভাল বন্ধু হয়, তাহলে তাঁকে রোজ ডে-র দিন(Rose Day) হলুদ গোলাপ দেওয়া যেতে পারে।

কমলা গোলাপ কারও জন্য অপরিমেয় আবেগের কথা বলে। আপনার প্রিয় কাউকে উপহার দিন এবং তাঁকে জানান যে আপনি তাঁকে নিয়ে কতোটা ভাবেন।যদি কাউকে ভালোবাসেন তাহলে তাঁকে পিচ রঙের গোলাপ উপহার দিন। কারণ এর অর্থ হল, আপনি তাঁকে খুবই ভালবাসেন কিন্তু মনের কথা বলতে লজ্জা পাচ্ছেন । আর রোজ ডে-র (Rose Day)দিনের থেকে গোলাপ দেওয়ার ভালো দিন আর কী হতে পারে! গোলাপী গোলাপ প্রশংসার প্রতীক। যদি কারও প্রশংসা করতে চান, তাহলে তাঁকে একটি গোলাপী রঙের গোলাপ দিয়ে তাঁর দিনটিকে(Rose Day) সুন্দর করে তুলুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version