Blue Adhaar: ব্লু আধার কার্ড আছে? না থাকলে করিয়ে নিন এখনই, নচেৎ পড়তে হবে সমস্যায়

।। প্রথম কলকাতা ।।

Blue Adhaar: নীল আধার কার্ড করিয়েছেন? অনেকেই হয়তো বলবেন সেটা আবার কি! আধার কার্ড তো আছে, কিন্তু এই ব্লু আধার কার্ডের কথা তো শুনিনি। জেনে রাখুন, কেন্দ্র চালু করেছে এই কার্ড। না থাকলে এখনই করিয়ে নিন। নচেৎ নানা সমস্যায় পড়তে হতে পারে। এই আধার কার্ড কতটা জরুরী? এর সুবিধা কি আছে? কিভাবে করবেন নীল আধার কার্ড? সমস্ত কিছু জেনে নিন এই প্রতিবেদনে।আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। বর্তমানে যেকোনো রকম সরকারি সুবিধা পেতে গেলে বাধ্যতামূলক এই আধার কার্ড। এর মধ্যে আপনার সমস্ত তথ্য বায়োমেট্রিক পদ্ধতিতে সুরক্ষিত থাকে। ফলে সহজেই পরিচয়ের সত্যতা যাচাই করা যায়।বর্তমানে রেশন থেকে শুরু করে ব্যাংক একাউন্ট সমস্ত ক্ষেত্রেই আধার সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। এবারে আধার কার্ডে নতুন সংযোজন আনলো কেন্দ্রীয় সরকার। চালু করা হল নীল রঙের আধার কার্ড।এই ব্লু আধার কার্ড সকলের জন্য নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে করাতেই হবে এই আধার কার্ড। নয়তো বন্ধ করে দেওয়া হবে তাদের সুবিধা। কিন্তু কি লাভ হতে চলেছে এই নীল আধার কার্ডে? এই কার্ড করা কাদের জন্য বাধ্যতামূলক?

সাধারণ আধার কার্ডে জাতীয় পতাকার তিনটি রং থাকে।নতুন কার্ডে এই তিনটি রঙের সঙ্গে সামনের দিকে একটি নীল রঙের ছাপও রয়েছে। এই নীল রংটি চিহ্নিত করে সেই বিশেষ ধরনের আধার কার্ডকে। কিন্তু কাদের জন্য এই আধার কার্ড? কেনই বা করানো আবশ্যক? এই নীল রঙের আধার কার্ড তৈরি করা হয় সম্পূর্ণভাবে পাঁচ বছর বয়সের নিচে থাকা শিশুদের জন্য। আগে যখন আধার কার্ড প্রথম চালু হয়েছিল তখন শিশুদের জন্য এই কার্ড করানোর ব্যবস্থা ছিল না। তাই তখন শিশুদের কোন কাজেই দরকার পড়তো না এই কার্ড। কিন্তু সম্প্রতি শিশুদের ক্ষেত্রেও স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ কর্মে সরকার বাধ্যতামূলক করেছে আধার কার্ড। সেই কারণে ই আধার কার্ড সংস্থা বিশেষ আধার কার্ড প্রস্তুত করেছে। এখানে সাধারণ আধার কার্ডগুলি থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কার্ডগুলিকে পৃথক করার জন্য নীল রংটি ব্যবহার করা হয়েছে।

এখানেও ১২ ডিজিটের একটি আধার নম্বর রয়েছে। নীল আধার কার্ড তৈরির সময় শিশুদের চোখের আইরিশ এবং হাতের আঙুলের ছাপ স্ক্যান করা বাধ্যতামূলক নয়। এই ধরনের আধার কার্ড তৈরির সময় শিশুর পিতা মাতার হাতের আঙুলের ছাপ স্ক্যান করে আধার কার্ড তৈরি করতে হয়। শিশুর পাঁচ বছর বয়স পূর্ণ হবার পর তার নিজের তথ্য দিয়ে সেই কার্ড আপডেট করতে হয়। নয়তো পাঁচ বছর পর বাতিল করে দেওয়া হয় সেই ব্লু আধার কার্ড। শিশুদের জন্য এই নীল আধার কার্ড করানোর একটি বিশেষ পদ্ধতি আছে। অনলাইন মারফত করা যায় না এই কার্ড। এজন্য নিজের সন্তানকে নিয়ে যেতে হবে আধার কার্ডের গ্রাহক পরিষেবা কেন্দ্রে। প্রথমে আধার সংস্থা UIDAI এর তরফ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর সিএসপি তে গিয়ে সম্পূর্ণ করতে হবে আধার কার্ডের আবেদন। এক্ষেত্রে নথি হিসেবে শিশুর জন্ম শংসাপত্র অবশ্যই দরকার হবে। সেই সঙ্গে লাগবে বাবা বা মার মধ্যে যেকোনো একজনের একটি পরিচয়ের প্রমাণপত্র।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version