Risk Of Plastic Bottles: মহিলাদের জন্য ক্ষতিকারক প্লাস্টিকের বোতল ! কারণ জানলে হতে হবে আশ্চর্য

।। প্রথম কলকাতা ।।

Risk Of Plastic Bottles: জল পিপাসা পেলেই বাইরের দোকান থেকে জলের বোতল কিনে ঢক ঢক করে গলা ভিজিয়ে ফেলেন প্রায় প্রত্যেককেই। বাড়িতেও রাখা হয় প্লাস্টিকের বোতল। অর্থাৎ মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই প্লাস্টিকের বোতলে (Plastic Bottle) ইচ্ছামত জল পান করে চলেছেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্লাস্টিকের বোতলের মাধ্যমে জল পানে মহিলাদের ক্রমশ স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বাড়ছে। প্লাস্টিকের বোতলে জল পান মহিলাদের মধ্যে ডায়াবেটিসের (Diabetes) আশঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

মূলত কিছু বদ অভ্যাস ও বিশৃঙ্খল জীবন যাপনের কারণে টাইপ ২ ডায়াবেটিস দেখতে পাওয়া যায় । গ্লোবাল ডায়াবেটিস কমিউনিটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একদল গবেষক দাবি করেছেন, প্লাস্টিকের বোতলের মাধ্যমে জল খাওয়া মহিলাদের (Women) জন্য অত্যন্ত ক্ষতিকারক। কারণ হিসেবে সামনে আনা হয়েছে প্লাস্টিক থেকে পাওয়া একটি রাসায়নিক গ্রুপকে (Chemical group)। এটি থ্যালেটস নামে পরিচিত। গবেষকদের মতে, এই থ্যালেটস (Phthalates) যখন মহিলাদের শরীরে প্রবেশ করে তখন সেটি মহিলাদের স্বাস্থ্যকে অত্যন্ত দ্রুত প্রভাবিত করে। এই রাসায়নিক পদার্থটি দেহের এন্ডোক্রাইন গ্রন্থি থেকে বেরিয়ে আসা হরমোনকে বাধা দিতে পারে।

কাজেই প্লাস্টিকের মধ্যে থাকা রাসায়নিক পদার্থটি যে কতটা বিপজ্জনক তা এক প্রকার প্রমাণিত। ওই প্রতিবেদনে আরও বলা হয়, একটি গবেষণা করা হয়েছিল ছয় বছর ধরে। সেখানে ১৩০০ জন মহিলার উপর পর্যবেক্ষণ চলে। বিভিন্ন দেশের মহিলাদের উপর এই পর্যবেক্ষণ করার পর অবশেষে দেখতে পাওয়া যায় থ্যালেট রাসায়নিকের জন্য ৩০ থেকে ৬৩ শতাংশ মহিলার ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে দেহে। এই সমীক্ষাটি যেহেতু বিভিন্ন দেশের মহিলাদের মধ্যে করা হয়েছিল সেখানে এশিয়ান মহিলাদের জন্য কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। এই রাসায়নিক তাদের উপরে নিজের প্রভাব তেমন জোরালো ভাবে বিস্তার করতে পারেনি। কিন্তু তারপরও সতর্কতার কোন বিকল্প হয় না।

বলে রাখা ভালো, ডায়াবেটিস রোগটি মূলত দুই ধরনের হয়। প্রথমটি টাইপ ১ এবং দ্বিতীয়টি হল টাইপ ২ । টাইপ ১ ডায়াবেটিসে মূলত আক্রান্ত হন অপ্রাপ্তবয়স্করা। এটি জিনগত সমস্যার কারণেও হয়ে থাকে। অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিস মূলত হয় খারাপ খাদ্যাভ্যাস এবং ওজন সংক্রান্ত সমস্যা থেকে হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version