Happy New Year 2023 Status: বাংলায় পাঠান নতুন বছরের শুভেচ্ছা, WhatsApp-র এই ফিচার জেনে রাখুন

Happy New Year 2023 Status & Wishes: অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তারপরই বর্ষবরণে মেতে উঠবে গোটা বিশ্ব। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এই WhatsApp ফিচার জেনে রাখুন।

।। প্রথম কলকাতা ।।

ডিজিটাল জমানায় শুভেচ্ছাবার্তা পাঠানোর অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। Facebook, WhatsApp এবং Instagram এ বিভিন্ন Quotes এবং Message এর মাধ্যমে প্রিয়জন ও আত্মীয়স্বজনদের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে থাকে সবাই। শুধু হ্যাপি নিউ ইয়ার মেসেজ নয়, যে কোন আনন্দ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য এই অ্যাপগুলির সাহায্য নি আমরা। কিন্তু অসুবিধা তখন হয় যখন কেউ একসাথে অনেকজনকে মেসেজ বা শুভেচ্ছাবার্তা পাঠানোর চেষ্টা করে। বিশেষ করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এ। যদিও মেটা (Meta) মালিকাধিন এই প্ল্যাটফর্ম একবারে পাঁচজনকে মেসেজ পাঠানোর অনুমতি দেয়।

কিন্তু কেউ যদি চায় একসাথে সবাইকে WhatsApp এ শুভেচ্ছাবার্তা পাঠাতে পারে। ইউজারদের সুবিধার্থে অনেকদিন আগেই একটি ফিচার লঞ্চ করেছিল এই মেসেজিং অ্যাপ। যার নাম হল WhatsApp Broadcast। এই পদ্ধতি অনুসরণ করে WhatsApp এর সকল ইউজারদের মেসেজ বা শুভেচ্ছা পাঠানো যাবে। কীভাবে এই ফিচারটি অ্যাক্সেস করবেন চলুন জানা জাক।

WhatsApp Broadcast ফিচার

1. সর্বপ্রথম অ্যাপ ওপেন করে উপরে থ্রি লাইন ডটে ক্লিক করুন।

2. এবার New Broadcast নামে একটি অপশন প্রদর্শিত হবে, এই অপশনে ক্লিক করুন।

3. এই অপশনে ক্লিক করা মাত্রই আপনার সকল WhatsApp Contact-কে উক্ত পেজে দেখতে পাবেন।

4. হ্যাপি নিউ ইয়ার মেসেজ আপনি যাদেরকে পাঠাতে চান তাদেরকে নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি সবাইকে মেসেজ পাথাতে চান তাহলে প্রত্যেকটি Contact এ টিক দিতে পারেন।

5. Contact সিলেক্ট হয়ে গেলে গ্রুপের মতো একটি উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোতে আপনি যা মেসেজ পাঠাতে চান সেটি টাইপ করে নিতে হবে। তারপর Send বাটনে ক্লিক করলেই ওই মেসেজ সবার কাছে পৌঁছে যাবে।

6. WhatsApp Broadcast ফিচার ব্যবহার করে আপনি যাদেরকে এই মেসেজ বা হ্যাপি নিউ ইয়ার উইশ করবেন তারা তাদের ব্যাক্তিগত চ্যাটেই এই মেসেজ রিসিভ করবেন।

নতুন বছরের জন্য WhatsApp Sticker কীভাবে ডাউনলোড করবেন? (New Year WhatsApp Stickers Download 2023)

নতুন বছর উপলক্ষে বিভিন্ন Sticker লঞ্চ করে Whatsapp। তবে এখনও পর্যন্ত WhatsApp প্লাটফর্মে কোনও Sticker প্যাক উপলব্ধ নেই। এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে WhatsApp New Year Sticker প্যাক ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন ওই Sticker প্যাক অ্যাপ্লিকেশানের যেন ভালো রিভিউ থাকে। অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে গেলে সেটি WhatsApp এসে ব্যবহার করতে পারবেন।

Exit mobile version