US Walmart shooting: যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীর তাণ্ডব, নিহত ১০

।। প্রথম কলকাতা ।।

US Walmart shooting: সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের তাণ্ডব ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে। বাইডেন সরকার বারংবার অস্ত্র আইন কড়া করার কথা বললেও আদতে কি কোন লাভ হচ্ছে? উপরন্তু রিপাবলিকানরা কোনো কড়া আইন চায় কিনা এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসবের মাঝেই যুক্তরাষ্ট্রের চেসাপিক শহর থেকে এল এক হৃদয়বিদারক ঘটনার কথা। বাংলাদেশের গণমাধ্যম ‘সময় টিভি’র সূত্র অনুযায়ী, এই শহরের ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারী। যার কারণে নিহত হয়েছেন অন্তত ১০ জন। অপরদিকে ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শপিংমল, দোকান, খোলা জায়গা, এমনকি স্কুলেও বন্দুকধারীদের তাণ্ডব চলছে। বাইডেন সরকার এক্ষেত্রে কিছুতেই যেন রাশ টানতে পারছে না । এবার এই ভয়ঙ্কর কাণ্ড থেকে রেহাই পেলেন না ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষ। আপাতত ওই ঘটনার পরেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আশেপাশের এলাকায় তল্লাশি চলছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের এক কর্মকর্তা জানান, তারা প্রথমে স্টোরের ভিতরে ঢুকেই দেখেন বেশ অনেকগুলি দেহ পড়ে আছে। যার মধ্যে কেউ মারা গিয়েছেন, আবার কেউ আহত। তারা স্টোরে ঢোকার পর প্রথমেই বন্দুকধারীকে হত্যা করেন। ধারণা করা হচ্ছে, ওই স্টোরে একজন মাত্র বন্দুকধারী ছিলেন। চেসাপিক নগর কর্তৃপক্ষ, একটি টুইট বার্তার মাধ্যমে এই ঘটনা নিশ্চিত করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটের লুইস লুকাস এই বিষয়ে জানান “আমার শহরে আমার এলাকায় এ ঘটনা ঘটেছে তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব”। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকধারীর হামলায়, ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছিলেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version