Parliament Winter Session: মহা হট্টগোল লোকসভায়, এক ঝটকায় সাসপেন্ড ১৫ জন সাংসদ! কী এমন হল?

।। প্রথম কলকাতা ।।

Parliament Winter Session: লোকসভায় বিরোধী সদস্যরা বৃহস্পতিবার সংসদে নিরাপত্তার ত্রুটির বিষয়ে সরকারের কাছে জবাব চেয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে, যার কারণে এক দফা মুলতবি থাকার পর হাউসের কার্যবিবরণী বেলা ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। এই টালমাটাল দিনে সাসপেন্ড মোট ১৫ জন সাংসদ। যার মধ্যে ১৪ জন লোকসভা থেকে এবং একজন রাজ্যসভা থেকে। মূলত সভাপতি অবমাননার দায়ে এই সব সংসদ সদস্যকে অধিবেশনের বাকি সময়ের জন্য সংসদ থেকে বরখাস্ত করা হয়েছে।

‘নবভারত টাইমস’ এর রিপোর্ট অনুযায়ী, দুপুর ২ টোয় মুলতুবি হওয়ার পর সংসদের বৈঠক শুরু হলে বিরোধী সদস্যরা আগের মতোই নিজেদের জায়গায় দাঁড়িয়ে বুধবারের ঘটনা নিয়ে হট্টগোল শুরু করেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “আমরা সকলেই একমত যে গতকালের দুর্ভাগ্যজনক ঘটনাটি লোকসভা সদস্যদের নিরাপত্তায় গুরুতর ত্রুটি ছিল”। লোকসভার স্পিকারের নির্দেশে এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই ইস্যুতে কোনও সদস্যের কাছ থেকে রাজনীতি আশা করা যায় না, সবাইকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, অতীতেও সংসদে নিরাপত্তা লঙ্ঘনের এ ধরনের ঘটনা ঘটেছে এবং তৎকালীন লোকসভা স্পীকারদের নির্দেশনা অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী শোরগোলকারী বিরোধী সদস্যদের কার্যক্রম এগিয়ে নিতে বলেন। তিনি আহ্বান জানান। তিনি কংগ্রেস সদস্য টিএন প্রথাপন, হিবি ইডেন, জোতিমণি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোসকে বর্তমান অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য স্থগিত করার প্রস্তাব করেন, যা কণ্ঠভোটে হাউস দ্বারা অনুমোদিত হয়। চেয়ারম্যান ভর্ত্রীহরি মাহতাব বিকেল ৩টা পর্যন্ত কার্যধারা মুলতবি করেন।

এর আগে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন। ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করুন’ স্লোগান দিয়ে রীতিমত তোলপাড় শুরু করে। স্পিকার ওম বিড়লা সদস্যদের হট্টগোল না করার অনুরোধ জানিয়ে বলেন, সংসদ কমপ্লেক্সের নিরাপত্তা লোকসভা সচিবালয়ের দায়িত্ব। সংসদের নিরাপত্তা সরকারের নয় বরং “আমাদের এখতিয়ার”। বিড়লার মতে, “গতকালের ঘটনাটি নিয়ে সকলেই উদ্বিগ্ন এবং সংসদের নিরাপত্তার দায়িত্ব লোকসভা সচিবালয়ের উপর বর্তায়… আমরা গতকাল সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আবার আলোচনা করব। নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব লোকসভা সচিবালয়ের”। তিনি বলেন, সংসদের নিরাপত্তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তাই ভুল অভ্যাস অনুসরণ করবেন না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আবার আলোচনা হবে।

হট্টগোলের মধ্যে, হাউসের উপনেতা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে প্রত্যেকেরই নিরাপত্তার ত্রুটির নিন্দা করা উচিত। বলেন “আমাদের সতর্ক হওয়া দরকার… শুধু ক্ষমতাসীন দলই নয়, বিরোধী সদস্যদেরও মনে রাখা উচিত যে তারা নৈরাজ্য সৃষ্টি করলে ‘পাস’ পাওয়া উচিত নয়”। আরো বলেন, এমনকি পুরনো সংসদ ভবনেও কাগজপত্র ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে এবং গ্যালারি থেকে লাফিয়ে পড়ার ঘটনাও ঘটেছে। সংসদে হট্টগোল করার দরকার নেই। এটি একটি বিশৃঙ্খলা ভরা একটি দিন ছিল।

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য সত্ত্বেও সংসদে হট্টগোল চলতে থাকে এবং স্লোগানের মধ্যে স্পিকার প্রশ্নোত্তর শুরু করেন। প্রায় ১৫ মিনিট ধরে চলা প্রশ্নোত্তর চলাকালীন, সরকারকে কমপক্ষে দুটি সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের উত্তর দিয়েছেন। যখন হট্টগোল থামছে না, তখন বিড়লা সকাল ১১.১৫ টার দিকে হাউসের কার্যবিবরণী দুপুর ২ টা পর্যন্ত মুলতবি করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version