Tirupati Balaji: তিরুপতি দর্শনে দারুন সুযোগ! অনলাইনেই মিলছে লাখ লাখ টিকিট, কবে-কী ভাবে কাটবেন?

।। প্রথম কলকাতা ।।

Tirupati Balaji: এবার শীতে তিরুপতি যাওয়ার প্ল্যান করেছেন?ইতিমধ্যেই নিশ্চয়ই ব্যাগ গোছানো শুরু হয়ে গিয়েছে। তার আগে বলুন, তিরুপতি মন্দিরের টিকিট কেটেছেন তো! না হলে কিন্তু সব মাটি।ভাবছেন, মন্দিরের গেটে টিকিট কাটবেন? সেখানে তো হাজার হাজার ভক্তের ভিড়! তার ওপর সামনেই বৈকুণ্ঠ একাদশী। বিশাল উৎসব। লক্ষ লক্ষ মানুষের জমায়েত। অতো লোকের মাঝে টিকিট কাটতে পারবেন? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো অধৈর্য হয়ে যাবেন আপনি! তার চেয়ে ঘরে বসেই অনলাইনে টিকিট কাটুন। তারপর মন্দির দর্শন করুন নিশ্চিন্তে। কবে থেকে সেই উৎসবের টিকিট মিলবে অনলাইনে? সেই টিকিটের দাম কতো? একটা টিকিটে ঢুকতে পারবেন কজন?বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আপনি নিশ্চয়ই জানেন, আমাদের দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের অসীম বিশ্বাস। বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা সহ নানা মূল্যবান ধাতু, অর্থ দিয়ে মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে। সারা বছর ধরে এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। আর ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এখানে মন্দির দর্শনের অনলাইন টিকিটেরও ব্যবস্থা রয়েছে। ভক্তদের অযথা ভিড় এড়িয়ে যেতেই এই ব্যবস্থা। তাই আপনিও টিকিট কাটুন অনলাইনে। তাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করতে হবে না। খুব শীঘ্রই অনলাইনে মিলবে বৈকুণ্ঠ একাদশীতে ভগবান তিরুপতি দর্শনের টিকিট। এই সময় বৈকুণ্ঠ একাদশীতে ধূমধাম করে উৎসব পালিত হয় তিরুপতি ধামে। ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে বৈকুণ্ঠ দ্বারা দর্শনা উৎসব।

প্রতি বছর এই সময়ে ভক্তদের জন্য বৈকুণ্ঠ দ্বারাম পেরিয়ে ভগবান ভেঙ্কটশ্বর মন্দিরের প্রধান বিগ্রহ দর্শনের সুযোগ করে দেয় শ্রীভরি মন্দির ট্রাস্ট।সেজন্য মোট ৬ লাখ ৭০ হাজার টিকিট বিক্রি করা হবে। শেষ হয়ে যাওয়ার আগেই তাই টিকিটটা কেটে ফেলুন এখনই। আপনাকে জানানো যাক, আগামী ১০ নভেম্বর থেকে বৈকুণ্ঠ একাদশীর অনলাইন টিকিট মিলবে। ২ লাখ ২৫ হাজার বিশেষ প্রবেশ দর্শনের টিকিট মিলবে এবার। এক একটি টিকিটের মূল্য ৩০০ টাকা। এছাড়াও প্ৰায় ৪ লাখ ২৫ হাজার ভক্তের জন্য স্লটেড সর্বদর্শনের ব্যবস্থাও থাকছে।৯টি ভিন্ন জায়গায় ১০০টি কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে। ২২ ডিসেম্বর থেকে পাওয়া যাবে এই টিকিট। একই ভাবে ২০ হাজার শ্রী ভেঙ্কটেশ্বর আলায়লা নির্মানম ট্রাস্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে। মনে রাখবেন, টিকিট বা টোকেন ছাড়াও তিরুমালাতে আসতে পারবেন ভক্তরা।

অন্যান্য স্থানেও ভ্রমণও করতে পারবেন। তবে উৎসব চলাকালীন ১০ দিন টিকিট ছাড়া তিরুপতি দর্শনের সুযোগ মিলবে না। এই ১০ দিন ভিআইপি ব্রেক দর্শন, অরিজিতা সেবা দৰ্শন বা অন্যান্য সুবিধাপ্রাপ্ত দর্শনের ব্যবস্থা থাকবে না। উৎসব চলাকালীন ১০ দিনের জন্য শিশুদের জন্য ছাড় থাকছে না। শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাও ছাড় পাবেন না। প্রবীণ নাগরিক বা NRI-দের জন্য যে সুবিধাগুলি দেওয়া হয় সেগুলিও বন্ধ থাকবে।যাঁরা ১৯ নভেম্বর শ্রীভরী পুষ্পাগ্যম দেখতে আগ্রহী তাদের জন্য ইতিমধ্যেই ১ হাজার টিকিট ৪ নভেম্বর অনলাইনে রিলিজ করা হয়েছে। সেই টিকিটের দাম ৭০০ টাকা। একটি টিকিটে দুইজনের প্রবেশাধিকার মিলবে টিকিটগুলিতে। তাই সময় নষ্ট না করে অনলাইনে টিকিট কেটে ফেলুন এখনই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version