Agricultural loans: কৃষকদের জন্য দারুণ খবর, একটা মিসকলেই মিলবে লোন! জানুন কীভাবে

।। প্রথম কলকাতা ।।

Agricultural loans: আপনি যদি কৃষিক্ষেত্রে লোন( loan)চান, সেক্ষেত্রে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। শুধুমাত্র একটা মিসকল(miss call) দিলেই লোন পাওয়ার সুযোগ রয়েছে। ভারত সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে কল্যাণের জন্য নানান কৃষি প্রকল্প চালু করেছে। যেখানে ঋণ, ভর্তুকি সহ কৃষি যন্ত্রপাতি এবং কৃষকদের নানান উপায়ে সাহায্য করা হয়। পাশাপাশি ব্যাঙ্কগুলিতে কৃষকদের যাতে সহজে ঋণ দেওয়া যায় সেই প্রক্রিয়া আগের থেকে অনেক সরল করা হয়েছে। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক( Punjab National Bank) থেকে ঋণ নিতে চান তাহলে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে একটি মিসকল দিলেই ঋণ পেতে পারেন, পিএনবি এমনটাই জানিয়েছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। লোনের আবেদন সংক্রান্ত নানান তথ্য ব্যাঙ্ক সেখানে শেয়ার করেছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের কৃষকদের খুব সহজে লোন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর ফলে কৃষকরা সহজ এবং পরিমিত শর্তে কৃষি কাজের জন্য ঋণ নেওয়ার সুযোগ পাবেন। কৃষি ক্ষেত্রে লোন পেতে আপনাকে যে কাজগুলি করতে হবে-

(১)৫৬০৭০ নম্বরে ‘লোন’ এসএমএস করবেন।
(২) ১৮০০১৮০৫৫৫৫ নম্বরে মিসড কল দিতে পারেন।
(৩)১৮০০১৮০২২২২ নম্বরে কল সেন্টারে যোগাযোগ করতে পারেন।
( ৪) এছাড়া নেট ব্যাঙ্কিং ওয়েবসাইট netpnb.com এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপশি
PNB One-এর মাধ্যমেও আবেদন করতে পারেন।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের কল্যাণে নানান যোজনা চালু রয়েছে। কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে, সরকার নামমাত্র সুদে কৃষকদের প্রায় ৩ লক্ষ টাকার ঋণ দেয়। এক্ষেত্রে কৃষককে বছরে একবার লোনের সুদ পরিশোধ করতে হয়। যেখানে মূল এবং সুদ উভয়ই বছরে একবার জমা দেওয়ার নিয়ম রয়েছে। পাশাপাশি চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা। এর আওতায় সরকার প্রতিবছর কৃষকদের ৬ হাজার টাকা করে প্রদান করে। এই অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে তিন কিস্তিতে পাঠানো হয়। কৃষকদের কৃষি সিঞ্চাই যোজনার অধীনে কৃষকদের চাষ সম্প্রসারণ, সেচ আধুনিক কৌশল, জল সংরক্ষণ প্রভৃতি বিষয়ে উৎসাহিত করা হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে ড্রিপ এবং স্প্রিংকলার সেচ কৌশলগুলিতে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। কৃষি ক্ষেত্রে সরকারি সাহায্য এবং লোনের বিষয়ে বিস্তারিত জানতে পারেন সরকারের https://pmksy.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version