।। প্রথম কলকাতা ।।
Delhi Air Pollution: ভোর হলেও, বোঝার উপায় নেই। ফের বায়ু দূষণে জেরবার রাজধানী। সেখানকার বাতাসের গুণমান যে অত্যন্ত খারাপ, এটা কারোরই অজানা নয়। যত ঠান্ডা বাড়ছে, তত যেন আঁধার কাটতে চাইছে না। সকালে চারপাশ দেখা সেখানে দুষ্কর হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে এবার রাজধানীবাসীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার (Delhi Government)। এখন অফিস যাওয়ার থেকে বাড়ি বসে কাজ করাই শ্রেয় বলে মনে করছে কেজরিওয়াল সরকার।
সেইসঙ্গে আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত ভাঙার কাজ। যতক্ষণ না সরকার পরবর্তী নির্দেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কাজ শুরু হবে না। গত নভেম্বরেই কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি দিল্লির বায়ু দূষণ (Air Pollution) রোধ করতে, নির্মাণ কাজ বন্ধের পরামর্শ দিয়েছিল। আর সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও তা বন্ধই থাকবে। অন্যদিকে বাড়ি থেকে যদি একান্তই বের হতে হয়, তাহলে কারপুল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ‘এবিপি আনন্দ’-তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার বাতাসের গুণমান ছিল ৩৯৯। সূচকে ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলেই ‘ক্ষতিকর’ বলে ধরা হয়। আর ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে তা ‘অত্যন্ত ক্ষতিকর’ হিসেবে ধরা হয়। তাহলে বোঝাই যাচ্ছে দিল্লির অবস্থা কোথায় রয়েছে।
ইতিমধ্যেই বাতাসের গুণমান বিবেচনাকারী কমিটির বৈঠকে জানানো হয়, আগামী কয়েক দিনে দিল্লির (Delhi) বাতাসের গুণমান আরও নিচে নামবে। রবিবার পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনকই থাকবে। আর এর পরও যদি পরিস্থিতির কোনও উন্নতি না ঘটে, তাহলে ট্রাক ঢোকা বন্ধ করা হতে পারে। সেইসঙ্গে স্কুল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। পাশাপাশি গাড়ি রাস্তায় নামার ক্ষেত্রেও সংখ্যা বেঁধে দেওয়া হতে পারে। দিন দিন দিল্লির বাতাসে বিষ মেশার মাত্রা বেড়েই চলেছে, কমার বদলে। যার ফলে হয়রান হতে হচ্ছে রাজধানীবাসীকে। এই মর্মে শনিবার বৈঠক রয়েছে, যেখানে পেট্রোল ও ডিজেল চালিত গাড়িগুলি নির্গমনের পরিমাণ বিচার করে যান চলাচলে নিয়ন্ত্রণের কথা ভাবা হতে পারে। আগেই বুধবার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, কারখানায় ব্যবহৃত কয়লা সমেত ক্ষতিকর জ্বালানির ব্যবহারে হ্রাস টানতে হবে। এক কথায় সমস্ত দিক থেকে সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে, যাতে কিছুটা হলেও বাতাসে দূষণের মাত্রা কমানো যায়। কিন্তু বর্ষবরণের আগে একাধিক নিয়ম-নির্দেশিকা জারি হয়েছে রাজধানীতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম