Mid Day Meal: সরকারি স্কুলের মিড ডে মিলে এবার মুরগির মাংস! বড় ঘোষণা রাজ্যের

।। প্রথম কলকাতা ।।

Mid Day Meal: শিশুদের পুষ্টির সঙ্গে যাতে কোনরকম আপোস না করা হয় তার জন্য বহু বছর ধরে স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) ব্যবস্থার প্রচলন রয়েছে। প্রথমে শুধুমাত্র প্রাথমিক স্কুলগুলিতে এই ব্যবস্থা থাকলেও পরবর্তীতে উচ্চ বিদ্যালয় গুলিতে করা হয়। তবে এবার নতুন বছরে রাজ্য সরকারের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এবার সরকারি স্কুলে মিড ডে মিল মেনুতে থাকবে মাংস (Chicken)। এছাড়াও সপ্তাহে তিন দিন দেওয়া হবে ডিম (Egg) । বাড়তি পাওয়ানা হিসেবে মরশুমের ফল (Seasonal Fruit)।

‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এর জন্য রাজ্য এখনও পর্যন্ত বরাদ্দ করেছে প্রায় ৩৭১ কোটি টাকা। প্রত্যেক পড়ুয়া পিছু কুড়ি টাকা বরাদ্দ বেড়েছে । ইতিমধ্যেই জেলাশাসককে রাজ্যের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। চলতি মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগামী এপ্রিল পর্যন্ত এই নতুন মেনু অনুযায়ী সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল চলবে। এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় এক কোটি পড়ুয়ার জন্য এই মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই এটি মনিটরিং দল (Monitoring Team) গঠন করা হয়। এই পরিস্থিতিতে এবার মিড ডে মিল নিয়ে আরও বেশি যত্নবান হয়েছে রাজ্য। বলে রাখা ভালো মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের তরফ থেকে ষাট শতাংশ দেওয়া হয়। বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। তবে কিছুদিন আগেও স্কুলগুলিতে নিম্নমানের খাবার মিড ডে মিলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠে এসেছিল পড়ুয়া এবং তাদের অভিভাবকদের কাছ থেকে। নতুন বছরে রাজ্য সরকার এবার মিড ডে মিল নিয়ে যে চিন্তা ভাবনা করেছে তার বাস্তব রূপায়ণ হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুষ্টির অভাব অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version